পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কোরোনায় আক্রান্ত মালদার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ভরতি কলকাতার বেসরকারি হাসপাতালে - কোরোনা আক্রান্ত মুখ্য স্বাস্থ্য আধিকারিক

কোরোনায় আক্রান্ত মালদার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ও সহকারি মুখ্য স্বাস্থ্য আধিকারিক । মুখ্য স্বাস্থ্য আধিকারিক ভরতি সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে । অন্যদিকে, উপসর্গ না থাকায় সহকারি স্বাস্থ্য আধিকারিককে হোম-আইসোলেশনে রাখা হয়েছে ।

ছবি
ছবি

By

Published : Jun 22, 2020, 8:37 AM IST

কলকাতা, 22 জুন: কোরোনায় আক্রান্ত মালদার মুখ্য স্বাস্থ্য আধিকারিক । তাঁকে গতকাল ভরতি করা হল সল্টলেকে অবস্থিত বেসরকারি কোরোনা হাসপাতালে । তবে তাঁর শারীরিক অবস্থার বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের তরফে কিছু জানা যায়নি।

শনিবার কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালের দু'জন স্বাস্থ্য আধিকারিকের শরীরে কোরোনার সংক্রমণ ধরা পড়ে । এর আগে মেডিকেল কলেজ ও হাসপাতালের চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী সহ অন্য কর্মীর শরীরেও কোরোনার সংক্রমণ ধরা পড়েছে। তবে, এই প্রথম সেখানকার স্বাস্থ্য আধিকারিকরা কোরোনায় আক্রান্ত হলেন। এদিকে শনিবারই মালদা জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক কোরোনায় আক্রান্ত হন। আক্রান্ত হন এই জেলার সহকারি মুখ্য স্বাস্থ্য আধিকারিকও । উপসর্গ না থাকার কারণে মালদা হোম আইসোলেশনে তাঁর চিকিৎসা চলছে । তবে মুখ্য স্বাস্থ্য আধিকারিককে শনিবার মালদা থেকে কলকাতায় নিয়ে আসা হয়।


তাঁর শরীরে সংক্রমণ ধরা পড়ার পর প্রথমে স্থির হয়েছিল হোম আইসোলেশনে রেখে তাঁর চিকিৎসা চলবে। কারণ কোরোনার সংক্রমণ ধরা পড়লেও তাঁর ক্ষেত্রেও কোনও উপসর্গ ছিল না। সূত্রের খবর, পরে কিছু উপসর্গ দেখা দেওয়ায় গতকাল তাঁকে সল্টলেকের বেসরকারি ওই কোরোনা হাসপাতালে ভরতি করা হয় । বেসরকারি ওই হাসপাতাল সূত্রে খবর, রবিবার সন্ধের পর ওই আধিকারিককে এই হাসপাতালে ভরতি করা হয়েছে । তবে তাঁর শারীরিক অবস্থা কেমন রয়েছে, হাসপাতাল কর্তৃপক্ষের তরফে তা নিয়ে কিছু জানানো হয়নি। সূত্রের খবর, জ্বর সহ এই স্বাস্থ্য আধিকারিকের কিছু উপসর্গ দেখা দিয়েছে। তাঁকে পর্যবেক্ষণে রেখেছেন চিকিৎসকরা ।

ABOUT THE AUTHOR

...view details