মালদা,29 সেপ্টেম্বর:ডেঙ্গি নিয়ে উদ্বিগ্ন জেলা প্রশাসন ৷ স্থানীয় বাসিন্দাদের দাবি, জেলা জুড়ে ডেঙ্গিতে আক্রান্তের মৃত্যু বেড়ে চলেছে ৷ সরকারি পরিসংখ্যান অনুযায়ী ডেঙ্গি আক্রান্ত হয়ে মত্যুর কোনও তথ্য নেই ৷ ইতিমধ্য়েই জেলার বেশ কয়েকটি জায়গাকে হটস্পট হিসাবে চিহ্নিত করেছে জেলা প্রশাসন ৷ সেই সমস্ত জায়গায় আজ থেকে ড্রোন দিয়ে নজরদারি চালানো শুরু করল জেলা প্রশাসন ৷ বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে এই কর্মসূচি ৷
জেলা প্রশাসনের তরফে ডেঙ্গি আক্রান্ত কিংবা ডেঙ্গিতে আক্রান্ত হয়ে মৃত্যুর কোনও পরিসংখ্যান প্রকাশ করা হয়নি ৷ তবে বিভিন্ন জায়গায় ডেঙ্গিতে আক্রান্ত হওয়ার হদিশ পাওয়া গিয়েছে ৷ সেই পরিসংখ্যানের ভিত্তিতেই বেশ কয়েকটি এলাকা হটস্পট হিসেবে চিহ্নিত করেছে জেলা প্রশাসন ৷ সেই হটস্পটের তালিকায় রয়েছে ইংরেজবাজার পৌরসভার 10 ও 12 নম্বর ওয়ার্ড ৷ পৌরসভার কর্মীরা দুটি ওয়ার্ডে সমস্ত বাড়ি-বাড়ি গিয়ে জমা জলের সন্ধান চালায় ৷ পৌর এলাকায় জমা জলের হদিশ পেতে ড্রোন উড়িয়ে নজরদারি চালান জেলা প্রশাসনের কর্তারা ৷