কলকাতা, 12 অগাস্ট : আগের থেকে অনেকটাই সুস্থ আছেন CPI(M)-র কেন্দ্রীয় কমিটির সদস্য বাম নেতা মহম্মদ সেলিম এবং CITU-র রাজ্য সম্পাদক অনাদি সাহু ৷ হাসপাতালে চিকিৎসাধীন মহম্মদ সেলিম প্রয়াত উর্দু কবি রাহাত ইন্দোরির মৃত্যুতে শ্রদ্ধা জানিয়ে সোশাল মিডিয়ায় একটি শায়েরি লেখেন ৷ সঙ্গে জানান নিজের স্বাস্থ্যের উন্নতির কথা ৷ বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভরতি রয়েছেন ৷ অন্যদিকে মধ্য কলকাতার এক বেসরকারি হাসপাতাল সূত্রে জানা গেছে, একজন ভাইরোলজিস্ট অনাদিবাবুকে পর্যবেক্ষণ করছেন ৷ অক্সিজেন ছাড়াই শ্বাস-প্রশ্বাস নিচ্ছেন ৷
সেলিম এবং অনাদি সাহুর শারীরিক অবস্থার উন্নতি - corona in kolkata
সুস্থ হয়ে উঠছেন মহম্মদ সেলিম ও অনাদি সাহু ৷ চিকিৎসকরা জানিয়েছেন, শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে ৷ তবুও পর্যবেক্ষণে রাখা হবে দুজনকেই ৷
কোরোনা রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভরতি হয়েছিলেন মহম্মদ সেলিম ৷ জানা গেছে, শ্বাসকষ্ট জনিত সমস্যা নিয়ে তিনি বেসরকারি হাসপাতালে ভরতি হন ৷ শরীরে অক্সিজেনের সমস্যা থাকায় তাঁকে ICU-তে রাখা হয় ৷ মেডিকেল বোর্ড গঠন করেন চিকিৎসকরা ৷ চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন তিনি ৷ হাসপাতালের বেড থেকেই তিনি রাহাত ইন্দোরির প্রতি শ্রদ্ধা জানিয়ে লিখেছেন, "কাল অবধি যে ওই মসনদে আসীন ছিলো/ নিজেকে খোদা মনে করার ততটাই অহমিকা ছিল । আজ যে মসনদে আসীন, কাল সে থাকবে না । আসলে তো ভাড়াটে, প্রাসাদ কারও ব্যক্তি মালিকানার নয় । সবারই খুন আছে শামিল এই মাটিতে । হিন্দুস্তান কারও বাপের না ।"
তাঁর আগেই কোরোনা উপসর্গ ধরা পড়ে অনাদি সাহুর ৷ তিনি প্রবল শ্বাসকষ্ট ও জ্বর নিয়ে মেডিকেল কলেজ হাসপাতালে ভরতি হয়েছিলেন ৷ নতুন করে বেশ কিছু রক্তের নমুনা পরীক্ষা হয় ৷ চিকিৎসকের তরফ থেকে জানান হয়েছে, অনাদি বাবুর ফুসফুসের সংক্রমণ সেরে গেছে ৷ পেটে একটি ইনফেকশন হয়েছে ৷ যদিও তাঁর কথাবার্তা ও খাওয়া দাওয়া স্বাভাবিক রয়েছে ৷ তবে শারীরিক দুর্বলতা কাটাতে একটু সময় লাগবে ৷ তাঁকে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করান হচ্ছে ৷ তিনি ভালই সাড়া দিচ্ছেন ৷