কলকাতা, 12 নভেম্বর: ফের শহরের ঘিঞ্জি এলাকায় আগুন লাগার ঘটনা ঘটল । এই ঘটনায় জখম হয়েছেন দু'জন । খবর পেয়ে দমকলের চারটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয় । আগুন নিয়ন্ত্রণে আনা গেলেও ধোঁয়া বের হয় বেশ কিছুটা সময় ধরে।
স্থানীয় সূত্রের দাবি, শনিবার সকাল সাড়ে ন'টা নাগাদ বেলেঘাটার লোহার ছাঁটের কারখানায় আগুণের ফুলকি দেখা যায় (Fire in factory at Beliaghata) । খবর দেওয়া হয় দমকলে । খবর পেয়ে বেলেঘাটার সুরেন সরকার রোডে কারখানার আগুন নিয়ন্ত্রণে পৌঁছয় দমকলের 4টি ইঞ্জিন । কীভাবে আগুন লাগল, তা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে ।
আগুনে ঝলসে গিয়েছেন দুই ব্যক্তি (Two injured in Fire) ৷ জখম দু'জনকে নিকটবর্তী হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে । ছোটখাটো পকেটের থেকে নির্গত ধোঁয়া বন্ধের চেষ্টা চলছে । বেলেঘাটার লোহার ছাঁটের কারখানা ঘিরে একাধিক বস্তি রয়েছে । স্বাভাবিকভাবেই এ দিনের আগুনের ঘটনায় আতঙ্ক ছড়ায় এলাকায় ।