পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Fire at Beliaghata: বেলেঘাটার লোহার ছাঁটের কারখানায় আগুন, আহত 2

ফের শহরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল ৷ এবার বেলেঘাটার লোহার ছাঁটের কারখানায় আগুণ লাগে (Fire at Beliaghata) ৷ ঘটনাস্থলে যায় দমকলের 4টি ইঞ্জিন ৷ বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রনে ৷

By

Published : Nov 12, 2022, 1:22 PM IST

Updated : Nov 12, 2022, 3:39 PM IST

Fire at Beliaghata
Fire in factory at Beliaghata

কলকাতা, 12 নভেম্বর: ফের শহরের ঘিঞ্জি এলাকায় আগুন লাগার ঘটনা ঘটল । এই ঘটনায় জখম হয়েছেন দু'জন । খবর পেয়ে দমকলের চারটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয় । আগুন নিয়ন্ত্রণে আনা গেলেও ধোঁয়া বের হয় বেশ কিছুটা সময় ধরে।

স্থানীয় সূত্রের দাবি, শনিবার সকাল সাড়ে ন'টা নাগাদ বেলেঘাটার লোহার ছাঁটের কারখানায় আগুণের ফুলকি দেখা যায় (Fire in factory at Beliaghata) । খবর দেওয়া হয় দমকলে । খবর পেয়ে বেলেঘাটার সুরেন সরকার রোডে কারখানার আগুন নিয়ন্ত্রণে পৌঁছয় দমকলের 4টি ইঞ্জিন । কীভাবে আগুন লাগল, তা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে ।

আগুনে ঝলসে গিয়েছেন দুই ব্যক্তি (Two injured in Fire) ৷ জখম দু'জনকে নিকটবর্তী হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে । ছোটখাটো পকেটের থেকে নির্গত ধোঁয়া বন্ধের চেষ্টা চলছে । বেলেঘাটার লোহার ছাঁটের কারখানা ঘিরে একাধিক বস্তি রয়েছে । স্বাভাবিকভাবেই এ দিনের আগুনের ঘটনায় আতঙ্ক ছড়ায় এলাকায় ।

শনিবারের শহর ফের আগুন, দেখুন ভিডিয়ো

স্থানীয়দের একাংশের অভিযোগ, লোহাপট্টির যে কয়টি জায়গায় লোহা কাটা-গলানো হয়, সেখানে প্রায়শই আগুন লাগে । আগুন ছড়িয়ে পড়ে । ক্ষয়ক্ষতিও হয় ।

আরও পড়ুন:17টি ইঞ্জিনের চেষ্টায় আয়ত্তে বানতলা লেদার কমপ্লেক্সের আগুন, গুরুতর জখম দুই দমকলকর্মী

ঘটনার বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধি পুলিশ প্রশাসনকে জানালেও কেউ কোনও ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ উঠেছে । এর ফলে বস্তিবাসীরা নিরুপায় হয়ে পড়েন বলে জানান । লোহাপট্টির মালিকদেরও বিপদের সময় খুঁজে পাওয়া যায় না বলে এলাকাবাসীর (Locals) অভিযোগ । বেআইনিভাবে সেখানে মজুত করা ছিল বেশ কিছু সিলিন্ডার ৷ দমকলের তরফে এমনটাই অভিযোগ উঠেছে । বেলেঘাটা থানার পুলিশ গোডাউন সিল করে দিয়েছে ৷

Last Updated : Nov 12, 2022, 3:39 PM IST

ABOUT THE AUTHOR

...view details