কলকাতা, 4 মে : কোরোনা সম্পর্কিত তথ্যে স্বচ্ছতা ও ধারাবাহিকতা রাখতে বলে রাজ্যের মুখ্যসচিবকে শেষ দিনে চিঠি দিলেন কেন্দ্রীয় প্রতিনিধিদলের প্রধান অপূর্ব চন্দ্র । পাশাপাশি কেন্দ্রীয় দলের সঙ্গে অসহযোগিতা করার বিষয়টিও চিঠিতে উল্লেখ করেন তিনি ।
পশ্চিমবঙ্গের কোরোনা পরিস্থিতি দেখতে আসা কেন্দ্রীয় প্রতিনিধিদলের আজ শেষ দিন । আর এই দিনেই রাজ্যের মুখ্যসচিবকে চিঠি দেন কেন্দ্রীয় প্রতিনিধিদলের প্রধান অপূর্ব চন্দ্র । জানান, রাজ্যের তরফে তাঁদের প্রতি বিরোধী মনোভাব প্রকাশ করা হয়েছে । চিঠিতে তিনি লেখেন, "রাজ্যে আসার পর 23 এপ্রিল একটি ভিডিয়ো কনফারেন্সের মাধ্যেমে প্রধান সচিবের(স্বাস্থ্য) সঙ্গে কথা বলা সম্ভব হয়েছে । পাশাপাশি স্বাস্থ্য দপ্তর থেকে আংশিক প্রতিক্রিয়া পাওয়া গেছে । রাজ্য সরকারের আর কোনও দপ্তরের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি । সংক্ষেপে বলা যেতে পারে যে, রাজ্য সরকার কেন্দ্রীয় দলের প্রতি বিরোধী দৃষ্টিভঙ্গির আশ্রয় নেয় । একইসঙ্গে কেন্দ্রীয় প্রতিনিধিদলের কাজে কোনও সহযোগিতাও করেনি । অথচ অন্যান্য রাজ্যে পরিদর্শনে যাওয়া কেন্দ্রীয় প্রতিনিধিদল সেখানকার সরকারের উচ্চ পদাধিকারী থেকে শুরু করে তৃণমূল স্তরের আধিকারিকদের সঙ্গেও বৈঠক করেছে । "
কোরোনায় মৃতের সংখ্যার ক্ষেত্রে রাজ্যের স্বচ্ছতা নিয়েও চিঠিতে প্রশ্ন তোলেন অপূর্ব চন্দ্র । তিনি লেখেন, "30 এপ্রিল রাজ্য সরকারের তরফে জানানো হয় যে, এখন থেকে পশ্চিমবঙ্গে কোরোনায় মৃতের সংখ্যা দৈনিক পরিসংখ্যানে বলা হবে । পাশাপাশি বলা হয়, কারও মৃত্যু হলে তাঁর নমুনার দ্রুত পরীক্ষা করে চিকিৎসকদের কমিটি ডেথ সার্টিফিকেট দেবে । কোরোনা সংক্রান্ত তথ্যের বিষয়ে স্বচ্ছতার ক্ষেত্রে এটা একটা বড় পদক্ষেপ । "