পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

খামখেয়ালি জীবন, পুলিশি জেরায় কবুল কসবা টিকাকাণ্ডে মূল অভিযুক্তের

নিজের ইচ্ছেমত বেখেয়ালি জীবনে অভ্যস্ত ছিল সে ৷ পড়াশোনা থেকে গান, কোনও কিছুই স্থায়ী হয়নি তার জীবনে ৷ পুলিশি জেরায় জানাল ধৃত ভুয়ো আইএএস দেবাঞ্জন ৷ কেমন ছিল তার জীবন ? কীভাবে দিন কাটত তার ?

ধৃত ভুয়ো আইএএস দেবাঞ্জন
ধৃত ভুয়ো আইএএস দেবাঞ্জন

By

Published : Jun 25, 2021, 10:08 AM IST

কলকাতা, 25 জুন : কসবা টিকাকাণ্ডে ধৃত দেবাঞ্জনের বিরুদ্ধে তৃতীয় অভিযোগ দায়ের করা হল নিউ মার্কেট থানায় ৷ ভারতীয় দণ্ডবিধির অপরাধমূলক ষড়যন্ত্র, জালিয়াতি সহ একাধিক ধারায় তার বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে । পাশাপাশি দেবাঞ্জনকে রাতভর জিজ্ঞাসাবাদে উঠে এসেছে একাধিক তথ্য ৷ উঠে এসেছে তার জীবনের ধাপে ধাপে শখ বদলানোর কথা । খামখেয়ালি জীবনযাপনের কথা ৷


জানা গিয়েছে, ধৃত দেবাঞ্জন পড়াশোনায় ভাল হলেও, খামখেয়ালির জন্য সে কোনও কাজই ঠিক ভাবে করে উঠতে পারেনি । শিয়ালদার টাকি হাইস্কুলে পড়ার পর সে চারুচন্দ্র কলেজে জেনেটিক্স নিয়ে পড়া শুরু করে । কিন্তু বছর ঘুরতেই এই পড়া ছেড়ে দিয়ে বিদ্যাসাগর কলেজে দূরবর্তী শিক্ষা শুরু করে । পরে তাও ছেড়ে দেয় দেবাঞ্জন ।

এরপর পড়াশোনা ছেড়ে গানের জগতে মন যায় তার । জেরায় দেবাঞ্জন পুলিশকে জানায়, একাধিক মিউজিক অ্যালবাম আছে তার ৷ যেমন মন পাখি, বোল্ড চাইল্ডহুড-সহ একাধিক গানের অ্যালবাম রয়েছে তার । কিন্তু খামখেয়ালির জন্য গানের জগৎ থেকেও সরে আসে দেবাঞ্জন । পরে হ্যান্ড স্যানিটাইজার ও মাস্কের ব্যবসা শুরু করে দেবাঞ্জন ।

আরও পড়ুন :টিকা নিয়েছিলেন ভুয়ো টিকাকরণ শিবির থেকে , কেমন আছেন তাঁরা ?

ধৃত দেবাঞ্জন পুলিশকে জানায়, বাগরি মার্কেটের মেহেতা বিল্ডিং থেকে সে হোলসেলে মাস্ক ও স্যানিটাইজার কিনে বিক্রি করত । আবার কোনও এলাকায় গিয়ে সেসব বিতরণও করত ৷

তবে পুরোটাই তদন্ত সাপেক্ষ ব্যাপার বলে জানিয়েছে পুলিশ । এ বিষয়ে কলকাতা পুলিশের গোয়েন্দা প্রধান মুরলিধর শর্মা জানান, রাতভর জেরায় দেবাঞ্জনের বয়ান রেকর্ড করা হয়েছে । পরে সেগুলি মিলিয়ে দেখা হবে ।

ABOUT THE AUTHOR

...view details