পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

পার্কসার্কাসে অবরোধের ঘটনায় গ্রেপ্তার মূল অভিযুক্ত

শুক্রবার পার্কসার্কাসেও প্রতিবাদ-বিক্ষোভ হয় । ওই দিন দুপুর আড়াইটে থেকে পার্কসার্কাসের সেভেন পয়েন্টে শুরু হয় অবরোধ । এই অবরোধের ফলে সৈয়দ আমির আলি অ্যাভিনিউ, জওহরলাল নেহরু রোড, চিত্তরঞ্জন অ্যাভিনিউ, রেড রোড, এ জে সি বোস রোড, খিদিরপুর রোডে যান চলাচলে ব্যাপক প্রভাব পড়ে । মা উড়ালপুল এবং এ জে সি বোস রোড ফ্লাইওভারেও বন্ধ হয়ে যায় যান চলাচল ।

Park Circus
পার্ক সার্কাস

By

Published : Dec 16, 2019, 11:30 PM IST

কলকাতা, 16 ডিসেম্বর : নাগরিকত্ব (সংশোধনী) আইন, 2019-র প্রতিবাদে শুক্রবার(13 ডিসেম্বর) পার্কসার্কাসে আগুন জ্বালিয়ে রাস্তা অবরোধ করা হয়েছিল । প্রায় আড়াই ঘণ্টা অবরুদ্ধ থাকে পার্কসার্কাসের সেভেন পয়েন্ট । ভাঙচুর করা হয় অ্যাম্বুলেন্স ও পুলিশের গাড়ি । এই ঘটনার পান্ডাকে আজ গ্রেপ্তার করল কলকাতা পুলিশ । তার নাম সৈয়দ জমিরুল হাসান । তার বিরুদ্ধে অপরাধমূলক ষড়যন্ত্র এবং সরকারি কাজে বাধা দানের অভিযোগ দায়ের করা হয়েছে ।

নাগরিকত্ব (সংশোধনী) আইন নিয়ে রাজ্যজুড়ে যে অশান্তি চলছে তার প্রভাব কলকাতা অনেকটাই কম। কলকাতা পুলিশের সক্রিয়তায় এখনও পর্যন্ত শহরের বুকে সেরকম কোনও অশান্তি হয়নি । যদিও শহরের বহু জায়গায় মিছিলের মাধ্যমে প্রতিবাদ হয়েছে । শুক্রবার পার্কসার্কাসেও প্রতিবাদ-বিক্ষোভ হয় । ওই দিন দুপুর আড়াইটে থেকে পার্কসার্কাসের সেভেন পয়েন্টে শুরু হয় অবরোধ । এই অবরোধের ফলে সৈয়দ আমির আলি অ্যাভিনিউ, জওহরলাল নেহরু রোড, চিত্তরঞ্জন অ্যাভিনিউ, রেড রোড, এ জে সি বোস রোড, খিদিরপুর রোডে যান চলাচলে ব্যাপক প্রভাব পড়ে । মা উড়ালপুল এবং এ জে সি বোস রোড ফ্লাইওভারেও বন্ধ হয়ে যায় যান চলাচল ।

এই সংক্রান্ত আরও খবর : কলকাতায় পার্ক সার্কাসে আগুন জ্বালিয়ে অবরোধ

এই ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করে কলকাতা পুলিশ । জানা যায়, এই অবরোধের পান্ডা সৈয়দ জমিরুল হাসান । সেই সূত্রেই আজ তাকে গ্রেপ্তার করা হয় ।

ABOUT THE AUTHOR

...view details