কলকাতা, 26 অক্টোবর: রাত পোহালেই দুর্গা পুজোর কার্নিভাল । ইতিমধ্যেই এই বিশেষ অনুষ্ঠানের জন্য সেজে উঠেছে রেড রোড । কলকাতা শহর ও তার পার্শ্ববর্তী এলাকা মিলিয়ে প্রায় একশোটিরও বেশি ক্লাব অংশ নেবে এই অনুষ্ঠানে । আর সেই কারণেই উঠে যাওয়ার নির্দেশ দেওয়া হল ময়দানে ধরনায় বসা চাকরিপ্রার্থীদের । ময়দান থানা থেকে চাকরিপ্রার্থীদের একটি ই-মেল করা হয়েছে ৷ শুক্রবার ময়দানে ধরনায় বসতে নিষেধ করা হয়েছে তাঁদের ।
কারণ কী? কারণ একটাই পুজো কার্নিভাল ৷ এই কার্নিভালে যাতে কোনও বিঘ্ন না-ঘটে সেই কারণেই বসতে নিষেধ করা হয়েছে তাঁদের ৷ বৃহস্পতিবার দুপুরে নিয়োগের দাবিতে শিয়ালদহ থেকে এক মহামিছিলের ডাক দেন নবম থেকে দ্বাদশ শ্রেণির চাকরিপ্রার্থীরা । পুরো পুজোটাই তাঁরা কাটিয়েছেন গান্ধিমূর্তির পাদদেশে । তারপর পুজো মিটতেই বৃহস্পতিবার এক মহামিছিলের ডাক দেন তাঁরা । আর এরপরেই তাঁদের ধরনায় বসায় নিষেধাজ্ঞা জারি করা হয় ময়দান থানার পক্ষ থেকে ।