পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Mahua Moitra tweets : মহুয়ার জবাবি টুইটে কুকুরের ছবি, হ্যাশট্যাগ হেনরি রুলস - মহুয়ার টুইটে কুকুরের ছবি

তিনি স্পষ্ট এবং তীক্ষ্ণ ভাষায় বিরোধীদের আক্রমণ করে থাকেন ৷ কিন্তু দিন দুয়েক আগে তাঁকে প্রকাশ্যে ধমক দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ কৃষ্ণনগরের সাংসদ মহুয়া নীরব ছিলেন সেদিন ৷ এই সুযোগে মঞ্চে আসেন শুভেন্দু অধিকারী ৷ এরপর একটি টুইট করলেন মহুয়া মৈত্র (Mahua Moitra tweets) ৷

Mahua Moitra
নীরব মহুয়া মৈত্র

By

Published : Dec 11, 2021, 8:17 AM IST

কলকাতা, 11 ডিসেম্বর : দু'দিন আগে নদিয়ায় প্রশাসনিক বৈঠক থেকে কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্রকে কড়া বার্তা দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee rebukes MP Mahua Moitra) ৷ তৃণমূল সুপ্রিমো কৃষ্ণনগরের সাংসদকে স্পষ্ট করে জানান, কে কার বিপক্ষে তা দেখার দরকার নেই তাঁর ৷ ভরা সভায় মুখ্যমন্ত্রীর বকুনি শুনেও চুপ করে ছিলেন মহুয়া ৷

এই সুযোগে মাঠে নামেন মুখ্যমন্ত্রীর প্রাক্তন সেনাপতি তথা বিজেপি নেতা শুভেন্দু অধিকারী ৷ মহুয়া মৈত্রর পক্ষ নিয়ে তৃণমূল সুপ্রিমোর কড়া সমালোচনা করেন তিনি ৷ গতকাল বিজেপি নেতা বলেন, "মুখ্যমন্ত্রী প্রকাশ্যে আধিকারিক, জনপ্রতিনিধিদের অপমান করে নিজের ঔদ্ধত্য প্রকাশ করেন ৷ আমার তৃণমূল কংগ্রেস ছাড়ার পিছনে এটিও একটি অন্যতম কারণ ছিল ৷ মানুষের আত্মসম্মান রয়েছে ৷ লাইভ হচ্ছে, তাঁর পিতা-মাতা দেখছেন ৷ মুখ্যমন্ত্রীর কোনও বোধবুদ্ধি নেই ৷"

আরও পড়ুন : Suvendu Adhikari criticizing Mamata Banerjee : মহুয়াকে প্রকাশ্যে ধমক, মমতার সমালোচনায় সরব শুভেন্দু

এদিকে চাঁচাছোলা ভাষায় প্রতিপক্ষকে আক্রমণ করার জন্য খ্যাত তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্রকে ধমকের ভিডিয়ো হাতছাড়া করেনি নেটিজেনরা ৷ সোশ্যাল মিডিয়ায় ব্যাপক হারে ছড়িয়ে পড়েছে এই ভিডিয়ো (Mamata Banerjee rebukes Mahua Moitra video trending on Social Media) ৷ এমনকি কৃষ্ণনগরের সাংসদকে নিয়ে শুরু হয়েছে নতুন ট্রেন্ড ৷ গতকাল পর্যন্তও তা টপ ট্রেন্ডের জনপ্রিয়তা পেয়েছে ৷

শুক্রবার মহুয়া মৈত্র তাঁর একটি টুইটে পুরো ঘটনার জবাব দেন (Mahua Moitra tweets over Mamata Banerjee rebukes video trending) ৷ সেখানে তিনি একটি কুকুরের ছবি পোস্ট করে লেখেন, "#HenryRules" ৷ ব্যস এটুকুই ৷

1803 সালে ব্রিটিশ রসায়নবিদ উইলিয়াম হেনরি 'হেনরি ল' বা 'হেনরি রুলস' ফরমুলা আবিষ্কার করেন ৷ এর অর্থ, নির্দিষ্ট তাপমাত্রায় কোনও তরলের মধ্যে গ্যাস দ্রবীভূত করা হলে, তরলের উপরে গ্যাসের চাপ যত বাড়বে, তত বেশি পরিমাণে গ্যাস দ্রবীভূত হবে ৷

আরও পড়ুন : Suvendu Adhikari criticizing Mamata Banerjee : মহুয়াকে প্রকাশ্যে ধমক, মমতার সমালোচনায় সরব শুভেন্দু

ABOUT THE AUTHOR

...view details