কলকাতা, 29 এপ্রিল :ফোন নম্বর, ইমেল আইডি ব্যক্তিগত, জানেন কি ? দু'টি সচেতনতামূলক টুইট করে তা মনে করিয়ে দিলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র ৷ ঘটনার সূত্রপাত আন্তর্জাতিক সংস্থা ডেকাথেলনের ট্রাউজার কিনতে গিয়ে ৷ এই সময় তাঁর কাছ থেকে ফোন নম্বর এবং ই-মেল আইডি চাওয়া হয় ৷ ট্রাউজার কিনতে গেলে এই ব্যক্তিগত তথ্যগুলি সংস্থাকে জানাতে হবে, জোর করতে থাকে আনসাল প্লাজা এবং ম্যানেজার ৷ কিন্তু তা দিতে অস্বীকার করেন তৃণমূল সাংসদ (Mahua Moitra suggests Decathlon to reconfigure over sharing Mobile Number and Emai) ৷
বৃহস্পতিবার একটি টুইট করে তিনি লেখেন, "আমি বাবার জন্য নগদ 1 হাজার 499 টাকা দিয়ে ডেকাথেলন ইন্ডিয়ার একটি ট্রাউজার কিনতে গিয়েছিলাম ৷ আনসাল প্লাজা এবং ম্যানেজার আমায় জোর করতে থাকে যে, ট্রাউজারটি কিনতে গেলে তাদের আমার মোবাইল নম্বর এবং ইমেল-আইডি জানাতে হবে ৷" এরপর তিনি সংস্থাটির উদ্দেশ্যে দুঃখপ্রকাশ করে লিখেছেন, 'সরি ডেকাথেলন ইন্ডিয়া' ৷ দোকানে দাঁড়িয়েই টুইট করছিলেন বাকপটু মহুয়া ৷ তিনি ডেকাথেলনকে ট্যাগ করে লেখেন, "এটা করে আপনারা গোপনীয়তা এবং ক্রেতার আইন লঙ্ঘন করছেন ৷ আমি এই মুহূর্তে দোকানেই রয়েছি ৷"