কলকাতা, 5 ডিসেম্বর: এনসিআরবি-র রিপোর্টে কলকাতা আবারও নিরাপদতম শহর হিসেবে স্বীকৃতি পেয়েছে ৷ রাজনীতির আঙিনায় এই রিপোর্টকেই হাতিয়ার করলেন তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্র ৷ এই রিপোর্ট তুলে ধরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়েছেন তিনি ৷ পাশাপাশি কটাক্ষ করেছে বিজেপিকে ৷
2022 সালেও অপরাধের সংখ্যার নিরিখে সবচেয়ে নিরাপদ শহর কলকাতা ৷ ন্যাশনাল ক্রাইম ব্যুরোর রিপোর্ট বলছে, প্রতি লক্ষ জনসংখ্যায় সর্বনিম্ন সংখ্যক বিচারযোগ্য অপরাধের শহরগুলির তালিকায় কলকাতা আবারও শীর্ষে রয়েছে ৷ অর্থাৎ 2022 সালে টানা তৃতীয়বারের জন্য ভারতের সবচেয়ে নিরাপদ শহর মহানগরী । এই রিপোর্টই নিজের সোশাল মিডিয়া অ্যাকাউন্টে তুলে ধরেছেন মহুয়া মৈত্র ৷ মঙ্গলবার তিনি তাঁর এক্স হ্যান্ডেলে এই তথ্য তুলে ধরে একহাত নিয়েছেন বিজেপিকে ৷
মহুয়া লিখেছেন, "এনসিআরবি ক্রাইম রিপোর্ট 2022 বলছে, টানা তৃতীয় বছরে সবচেয়ে কম অপরাধের হার-সহ কলকাতা সবচেয়ে নিরাপদ শহর । ধন্যবাদ মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের নিরাপদ রাখার জন্য । বিজেপি ও তাদের ট্রোলগুলি যদি পড়তে শিখে থাকে তাহলে এ বার তারা চুপ করবে ।"