কলকাতা, 31 অক্টোবর:অর্থের বিনিময়ে সংসদে প্রশ্ন তোলার অভিযোগ উঠেছে কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে । বিষয়টি নিয়ে ভালোই জলঘোলা হচ্ছে । ইতিমধ্যে বিষয়টি এথিক্স কমিটি পর্যন্ত গিয়েছে । এর মাঝেই গুরুত্বপূর্ণ অভিযোগ তুললেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ । মঙ্গলবার সোশাল মিডিয়া এক্স হ্যান্ডেলে তিনি অভিযোগ করেছেন, তাঁর আইফোনের অ্যাকাউন্ট এবং ইমেল আইডি হ্যাক করার চেষ্টা করছে কেন্দ্রীয় সরকার । ইতিমধ্যেই তাঁকে নাকি অ্যাপলের তরফ থেকে এই বিষয়ে সতর্কিত করা হয়েছে ।
ঠিক কী লিখেছেন তিনি তা একবার দেখে নেওয়া যাক । এক্স বার্তায় মহুয়া লেখেন,
"অ্যাপলের তরফ থেকে টেক্সট এবং ইমেল পাঠিয়ে আমাকে সতর্ক করা হয়েছে । সেখানে বলা হয়েছে, সরকার আমার ফোন এবং ইমেল হ্যাক করার চেষ্টা করছে । ভারতীয় স্বরাষ্ট্রমন্ত্রক এর মাধ্যমে একটা জীবন পেতে চাইছে । আদানি এবং পিএমও-যতই রক্তচক্ষু দেখাক, তোমাদের ভয়ে আমার করুণা হয় ।"