কলকাতা, 29 মে: নয়া সংসদ ভবন পেয়েছে দেশ ৷ জমকালো অনুষ্ঠান করে রবিবার নতুন সংসদ ভবনের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ অনুষ্ঠান বয়কট করেছিল তৃণমূল থেকে শুরু করে কংগ্রেস-সহ 20টি বিরোধী দল ৷ শুধু নয়া সংসদ ভবনের উদ্বোধন নয়, ঐতিহাসিক সেঙ্গলকে লোকসভায় স্থাপিত করেন মোদি ৷ তার আগে যথাবিধ নিয়ম মেনে পুজোপাঠও হয় ৷ পুরো ঘটনাটিকে 'মোদির রাজ্যাভিষেক' বলে কটাক্ষ করেছে বিজেপি বিরোধী শিবির ৷ রাহুল গান্ধির পর একই সপর ধ্বনিত করলেন মহুয়া মৈত্র ৷ বিলেতের জাতীয় সঙ্গীতের এরটি অংশ তুলে প্রধামনন্ত্রীকে কটাক্ষ করেন তৃণমূল সাংসদ ৷
বিলেতের জাতীয় সঙ্গীত লেখা হয়েছে রানির মঙ্গল কামনায় ৷ আর তাই তাঁকে রক্ষা করার আর্তি রয়েছে সেদেশের জাতীয় সঙ্গীতে ৷ সেই বিষয়টিকে তুলে ধরেই মহুয়া টুইটে সোমবার সকালে লিখলেন, "প্রজাতন্ত্র মৃত ৷ ভগবান রাজাকে রক্ষা করুন ৷" লেখার সঙ্গে হাতে সেঙ্গল ধরা প্রধানমন্ত্রীর একটি ছবিও তুলে ধরেছেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ ৷ এর আগে একই সুরে প্রধানমন্ত্রীর সমালোচনায় সরব হয়েছিলেন প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধি ৷