কলকাতা, 18 জুলাই:বিজেপির মৃত্যুঘণ্টা বেজে গিয়েছে । বিরোধীদের জোট বৈঠকের পর টুইটে এমনই দাবি করলেন তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্র ।
প্রসঙ্গত, পটনার পর মঙ্গলবার বেঙ্গালুরুতে আরও একবার মিলিত হয় 26টি বিজেপি বিরোধী রাজনৈতিক দল । এই বৈঠককে বিজেপির বিরুদ্ধে দেশের মানুষের হয়ে লড়াই বলে আখ্যা দিয়েছেন বিরোধী নেতারা । রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে জানিয়েছেন, এই লড়াই আসলে ঔদ্ধত্য এবং একনায়কতন্ত্রের বিরুদ্ধে । লড়াই আসলে ইতিহাস বদলে দেওয়ার বিরুদ্ধে । লড়াই আসলে বিরোধীদের বিরুদ্ধে কেন্দ্রীয় এজেন্সিগুলিকে লেলিয়ে দেওয়ার বিরুদ্ধে । এ দিন স্পষ্ট বার্তা দিয়ে তিনি বলেছেন, এ বার লড়াই ইন্ডিয়া বনাম এনডিএ-এর । ক্ষমতা থাকলে ইন্ডিয়ার বিরুদ্ধে লড়ুক বিজেপি ।
মূলত দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরই কথার প্রতিধ্বনি শোনা গিয়েছে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের গলায় । মহুয়া মৈত্র তাঁর টুইট বার্তায় লিখেছেন, 24-এ এ বার লড়াই হবে এনডিএ ভার্সেস ইন্ডিয়া । তাঁর আরও মত, বিজেপি সরকারের মৃত্যুঘণ্টা বেজে গিয়েছে ।
প্রসঙ্গত, এই প্রথম নয়, অতীতেও বিজেপির বিরুদ্ধে বারবার সরব হতে দেখা গিয়েছে কৃষ্ণনগরের সাংসদকে । এ দিন যখন বেঙ্গালুরুতে 26টি রাজনৈতিক দল একজোট হয়ে মোদি সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে লড়াইয়ের শপথ নিচ্ছেন, ঠিক তখনই বিজেপিকে বিদায়ঘণ্টার কথা স্মরণ করিয়ে দিলেন মহুয়া ।
আরও পড়ুন:'ইন্ডিয়া' জিতবে বিজেপি হারবে, নয়া জোটের নামে উচ্ছ্বসিত মমতা
এ দিন সকালেও তিনি সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিশানা করেন ৷ মহুয়া লেখেন, "মাননীয় প্রধানমন্ত্রীর মুখে বিরোধীদের পরিবারতন্ত্রের কথা শুনি । নভেম্বরে শেষ বিধানসভা উপনির্বাচন: আদমপুর, হরিয়ানা; মুনুগোড়ে, তেলাঙ্গানা এবং গোলা গোকর্ণনাথ, উত্তরপ্রদেশ - বিজেপি সবকটিতেই পরিবারতন্ত্রকে প্রার্থী করেছে । বিজেপি সাংসদদের 12% পরিবারতন্ত্রের ৷ আবারও স্বমহিমায় ঝুটগুরু।"
উল্লেখ্য, মঙ্গলবার বেঙ্গালুরুর বৈঠক থেকে বিরোধীদের জোটের নাম ঘোষণা করা হয়, ইন্ডিয়ান ন্যাশনাল ডেভলপমেন্টাল ইনক্লুসিভ অ্যালায়েন্স বা ইন্ডিয়া ৷ বৈঠকের পর তৃণমূল কংগ্রেসের সোশাল মিডিয়া হ্যান্ডেল থেকে টুইটে লেখা হয়েছে, "গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারকে উৎখাত করা এবং কেন্দ্রীয় এজেন্সিগুলোর অপব্যবহার করে রাজনৈতিক প্রতিহিংসা চালানো এখন বিজেপির শাসনে নিয়ম হয়ে দাঁড়িয়েছে । প্রতিকূলতার মুখে, আমাদের জাতির স্বার্থরক্ষার প্রতিশ্রুতিতে অটল হয়ে দাঁড়িয়ে আছে ইন্ডিয়া । আমরা আমাদের অধিকার পদদলিত হতে দেব না । আমরা আমাদের দেশের জন্য বিজয় নিশ্চিত করতে একসঙ্গে উঠে দাঁড়াব ।"