কলকাতা, 15 এপ্রিল :তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কটাক্ষ করে মিম শেয়ার করলেন ৷ তাঁর টুইটার হ্যান্ডেল থেকে মিমটি শেয়ার করে নেত্রী ক্যাপশনে লিখেছেন, 'প্রায়োরিটিস প্রায়োরিটিস' ৷
মিমটিতে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, জার্মানির চ্যান্সেলর অ্যাঞ্জেলা মর্কেল এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি একসঙ্গে রয়েছে ৷ সেই ছবিতে দেখা যাচ্ছে বাইডেনের ছবির পাশে লেখা যে তিনি কী করে ভ্যাকসিনের সংখ্যা বাড়ানো যায় তাই নিয়ে চিন্তা করছেন ৷ জাস্টিন ট্রুডোর ছবির পাশে লেখা, তিনি তাঁর দেশকে কীভাবে করোনা থেকে বাঁচাবেন সেই দিকে মনোনিবেশ করেছেন ৷ অ্যাঞ্জেলা মর্কেলের ছবিতে লেখা, তিনি তাঁর দেশের অর্থনৈতিক উন্নয়নের কথা ভাবছেন ৷ এরপরই আসে নরেন্দ্র মোদির ছবি ৷ আর সেই ছবির পাশে লেখা 'দিদি...ওওও...দিদি' ৷