কলকাতা, 27 ডিসেম্বর: ইংরেজ আমলে মহাত্মা গান্ধির সঙ্গে জড়িত নানা ঘটনা নিয়ে মানুষের কৌতূহল প্রচুর । এ বার সেই ইতিহাস এক ক্লিকেই পাওয়া যাবে গুগলের সার্চ ইঞ্জিনে ৷ ভারত সরকারের তথ্য ও সংস্কৃতি দফতর এবং ন্যাশনাল কাউন্সিল অব সায়েন্স মিউজিয়ামের যৌথ উদ্যোগে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স পোর্টাল তৈরি করা হয়েছে । যেখানে গান্ধিজি সম্পর্কিত সব তথ্য পাওয়া যাবে । আজ সায়েন্স সিটি মিনি অডিটোরিয়ামে তারই আনুষ্ঠানিক উদ্বোধন হল । যদিও এ দিন পোর্টালের উদ্বোধন করার কথা ছিল কেন্দ্রীয় মন্ত্রী অর্জুন রাম মেঘওয়ালের । তিনি অনিবার্য কারণে উপস্থিত থাকতে পারেননি । ভার্চুয়ালি গান্ধিপিডিয়ার উদ্বোধন করেন তিনি ।
অন্যদিকে, এই পোর্টালের স্রষ্টা খড়গপুর আইআইটি-র অধ্যাপক অনিমেষ মুখোপাধ্যায় বলেন, "নতুন প্রজন্মের কাছে গান্ধিজির অজানা তথ্য তুলে ধরার জন্য এটি একটি উৎকৃষ্ট মাধ্যম । এই মাধ্যমে সব ধরনের তথ্য পাওয়া যাবে । গান্ধির লেখা চিঠি, তাঁর প্রকাশিত সাংবাদপত্র, আন্দোলন ও গোপন চিঠি । তাও আবার সময় ও সাল ধরে পরপর সাজানো রয়েছে । এই গান্ধিপিডিয়া মহাত্মার সাফল্যকে তুলে ধরার পথ প্রশস্ত করে । এনসিএসএম ইতিমধ্যেই আইআইটি খড়গপুর এবং আইআইটি গান্ধিনগরের সঙ্গে চুক্তি স্মারক স্বাক্ষর করেছে । আমাদের দেশের ইতিহাস গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী অন্যান্য অসংখ্য স্বাধীনতা সংগ্রামীর অমূল্য কাজ এবং প্রভাবকে অন্তর্ভুক্ত করার চেষ্টায় আছি আমরা ।"