পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Gandhi statue getting new spectacles: আমফানে হারানো চশমা ফিরে পাচ্ছেন গান্ধিজি - চশমা ফিরে পাচ্ছে গান্ধীজির মূর্তি

ঘূর্ণিঝড় আমফানে (Cyclone Amphan news) ভেঙে গিয়েছিল চশমাটি ৷ এবার মেয়ো রোডের গান্ধি মূর্তি ফিরে পাচ্ছে তার ব্রোঞ্জের চশমা (Gandhi statue getting new spectacles) ৷

Gandhi statue in Kolkata getting new spectacles as it lost in Cyclone Amphan
আম্ফানে হারানো চশমা এবার ফিরে পাচ্ছেন গান্ধিজি

By

Published : Apr 11, 2022, 5:04 PM IST

কলকাতা, 11 এপ্রিল: মোহনদাস করমচাঁদ গান্ধি । রাষ্ট্রের পিতা । আমফান ঘূর্ণিঝড় (Cyclone Amphan news) কেড়ে নিয়েছে তাঁর চশমা । প্রশ্ন, কবে আবার ফিরে পাবেন তিনি সেই চশমা ? চশমাহীন হয়ে জাতির জনক মেয়ো রোডে রয়েছেন 2020 সালের মে মাস থেকে । সবকিছু ঠিকঠাক থাকলে খুব শিগগিরই তিনি তাঁর ব্রোঞ্জের চশমা আবার ফিরে পেতে চলেছেন (Gandhi statue getting new spectacles)।

মেয়ো রোড ও ডাফরিন রোডের সংযোগস্থলে থাকা গান্ধি মূর্তিটি বছরের পর বছর ধরে অসংখ্য প্রতিবাদের সাক্ষী । বিভিন্ন রাজনৈতিক দল সরকার ও বিরোধী পক্ষ সকলেই প্রতিবাদের সময় গান্ধিজিকে (new spectacles of Gandhi statue) সাক্ষী রেখে সরব হয় । কিন্তু ইদানিং এই প্রতিবাদস্থলে থাকা গান্ধি মূর্তিটির দৃষ্টিশক্তি দুর্বল হয়ে পড়েছে, কারণ তার বৃত্তাকার চশমটিই আজকাল আর তার সঙ্গে নেই ।

1958 সালে দেবীপ্রসাদ রায়চৌধুরী এই ব্রোঞ্জ মূর্তি তৈরি করেছিলেন । সে সময় তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু কলকাতায় এসে মূর্তিটির উদ্বোধন করেন । তখন থেকেই ঠায় দাঁড়িয়ে রয়েছে এই গান্ধি মূর্তি । এরপর গঙ্গা দিয়ে অনেক জল বয়ে গিয়েছে । কালের নিয়মে একের পর এক সরকার বদল, তার একাধিক কর্মসূচির সাক্ষী থেকেছে এই গান্ধি মূর্তি । তবে 2020 সালের বিধ্বংসী ঘূর্ণিঝড় আমফান তার চোখের চশমা ভেঙে দিয়ে গিয়েছে । তখন থেকেই চশমাহীন তিনি ।

রাজ্যের পূর্ত দফতর সূত্রে খবর, এই ঐতিহাসিক গান্ধি মূর্তিটির চশমা ফিরিয়ে দেওয়ার জন্য ইতিমধ্যেই উদ্যোগ নেওয়া হয়েছে । কালীঘাট পটুয়াপাড়া শিল্পী পিন্টু পালকে এই দায়িত্ব দেওয়া হয়েছে । প্রখ্যাত এই শিল্পী দীর্ঘদিন ধরেই এ ধরনের বিভিন্ন কাজ করে আসছেন । শিল্পী জানিয়েছেন, ইতিমধ্যেই মূর্তিটির জন্য এক জোড়া ব্রোঞ্জের চশমা তিনি তৈরি করেছেন । এবং তা ইতিমধ্যেই পূর্ত দফতরে জমা করেছেন । এরপর দফতরের চূড়ান্ত অনুমতি পেলে এই চশমা আবার পরিয়ে দেওয়া হবে মহাত্মা গান্ধির চোখে (Gandhi statue in Kolkata getting new spectacles)।

আরও পড়ুন:গান্ধিজিকে নিয়ে নতুন বইয়ের উদ্বোধনে ভাগবত

জানা গিয়েছে, এই চশমার ওজন প্রায় দু‘কেজি । কান থেকে চোখ পর্যন্ত 18 ইঞ্চি লম্বা । এখানেই শেষ নয়, দফতরের চূড়ান্ত অনুমোদন পেলে চশমাটির নাট এবং বোর্ড দিয়ে গান্ধিজির মাথায় এঁটে দেওয়া হবে ।

আজ যে গান্ধি মূর্তিটিকে সদর্পে মাথা তুলে দাঁড়িয়ে থাকতে দেখা যায় এর পিছনেও একটা ইতিহাস রয়েছে । লেখক কমল সরকার তাঁর কলকাতার মূর্তি বইতে লিখেছেন, কীভাবে মেয়ো রোডের এই স্থানে গান্ধি মূর্তিটিকে বসানো হয়েছিল । আজ যে গান্ধি মূর্তিটি রয়েছে অতীতে সেটি বসানো ছিল পার্ক স্টিট চৌরঙ্গি ক্রসিংয়ে । আগে ওই জায়গায় ছিল লেফটেন্যান্ট জেনারেল জেমস আউট্রামের মূর্তি । সেটিকে সরিয়ে ওই জাগায় গান্ধি মূর্তিটি বসিয়েছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায় । 1958 সালের 30 নভেম্বর তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু এই মূর্তিটির উদ্বোধন করেন । 13 ফিট উঁচু বেলেপাথরের উপর সে সময় 11 ফিট 4 ইঞ্চি লম্বা এই মূর্তিটি বসানো হয়েছিল । এবং সে সময়ের জন্য খরচ হয়েছিল প্রায় 60 হাজার টাকা । মেয়ো রোডে এই মূর্তিটিকে নিয়ে আসা হয় 1977 সালে । মেট্রো রেলের কাজের জন্যই মূর্তিটিকে বর্তমান জায়গায় সরিয়ে নিয়ে আসা হয় ।

আরও পড়ুন:BJP Protest On Rampurhat Incident : রামপুরহাট কাণ্ডের প্রতিবাদে গান্ধি মূর্তির পাদদেশে বিজেপির বিক্ষোভ

এ বার মহাত্মা গান্ধির চশমার ইতিহাসে একটু আসা যাক । তথ্য বলছে, গান্ধিজি প্রথম চশমা পরতে শুরু করেন 1920 সালে । আর বর্তমানে যে গোল ফ্রেমের চশমা তা অধিকাংশ মূর্তিতেই দেখা যায় ৷ এই গোল ফ্রেমের চশমা পরা শুরু করেন 1930 সালে । 1947 সালের দোসরা জুন গান্ধিজি শেষবারের জন্য চক্ষু পরীক্ষা করিয়েছিলেন । আর সে সময় তিনি শেষ জোড়া চশমার অর্ডার দিয়েছেন । এটা তাঁর মৃত্যুর বছরখানেক আগেকার ঘটনা । তথ্য বলছে, শেষবারের জন্য তিনি চশমার অর্ডার দিয়েছিলেন দিল্লির পূর্ব চাঁদনি চকের দিল্লি অপটিক্যাল কোম্পানি থেকে ।

ABOUT THE AUTHOR

...view details