পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

NRC-র নামে কাউকে দেশ থেকে তাড়ানো যাবে না : সেলিম - mohammad salim speakes about nrc

"গরিব মানুষ, কৃষকরা চাষবাসের জন্য, রুটি-রুজির জন্য এক জায়গা থেকে অন্য জায়গায় যান । তাঁদের কী হবে?" প্রশ্ন প্রাক্তন CPI(M) সাংসদ মহম্মদ সেলিমের । প্রশ্ন করেন , "প্রাকৃতিক দুর্যোগে বন্যায় যাঁদের বাড়িঘর ভেসে গেছে তাঁরা কোথায় পাবেন নাগরিকত্বের তথ্য? দেশের সরকার একদম মানবিকই নয় ।"

মহম্মদ সেলিম

By

Published : Aug 31, 2019, 10:54 PM IST

কলকাতা, 31 অগাস্ট : জাতীয় নাগরিকপঞ্জি প্রকাশের পর তা নিয়ে অসন্তোষ প্রকাশ করছেন একের পর এক বিরোধী দলের নেতা ৷ বাদ গেলেন না CPI(M) পলিটবিওরো সদস্য মহম্মদ সেলিমও । আজ আলিমু্দ্দিন স্ট্রিটে CPI(M)-এর রাজ্য সদর দপ্তরে NRC ইশুতে ক্ষোভ উগরে দেন তিনি । দায়ি করেন কেন্দ্রীয় সরকারকে ৷ NRC নিয়ে সংসদের ভিতরের এবং বাইরের মানুষ আশঙ্কায় রয়েছেন বলে মনে করছেন তিনি ৷

সেলিম বলেন, "কিছুদিন ধরে জাতীয় নাগরিকপঞ্জির নামে যা চলছে তা অসংখ্য মানুষের আশঙ্কার কারণ হয়ে দাঁড়িয়েছে ৷ সংসদের ভেতরে এবং বাইরে প্রচুর মানুষ আশঙ্কায় রয়েছেন । দেশের সরকার মানুষকে বিভ্রান্ত করছে । অসমসহ গোটা দেশের মানুষ আজ বিপন্ন । নাগরিকপঞ্জি নিয়ে দেশের মানুষকে মানবিক আঘাত করছে দেশের সরকার । মানুষকে মানুষ হিসেবে না দেখে, তাঁর কাছে কী তথ্য আছে তা জানতে চাওয়া হচ্ছে । বিষয়টি চূড়ান্ত অমানবিক । গরিব মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে দেশের সরকার ।"

অনেকেই আছেন যাদের রুটি-রুজির জন্য এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে হয় ৷ তাঁদের নিয়েও উদ্বেগ প্রকাশ করেন সেলিম সাহেব ৷ বলেন, "সেই সমস্ত মানুষের কী হবে যাদের নিজেদের রুটি-রুজির জন্য এক জায়গা থেকে অন্য জায়গা যেতে হয়?" পাশাপাশি তাঁর আরও প্রশ্ন, "প্রাকৃতিক দুর্যোগ, বন্যায় যাদের বাড়িঘর ভেসে গেছে তাঁরা কোথায় পাবেন নাগরিকত্বের তথ্য?" তাঁর কথায়, " দেশের সরকার একদম মানবিকই নয় । নাগরিকত্বের নাম করে মানুষকে বিপদে ফেলার জন্য এই চূড়ান্ত তালিকা তৈরি হয়েছে ৷"

অনেক ক্ষেত্রে দেখা গেছে একই পরিবারের সব সদস্যের নাম তালিকায় ওঠেনি ৷ যা নিয়ে সেলিম বলেন, "কোনও পরিবারে চারজন সদস্য থাকলে দেখা যাচ্ছে নাগরিকপঞ্জিতে তিনজনের নাম আছে । অথচ একজনের নাম নেই । সেনাবাহিনীতে কর্মরত কার্গিলের যোদ্ধার নামও বাদ দেওয়া হয়েছে নাগরিকপঞ্জি থেকে । কেন ? সেনাবাহিনীতে যোগ দেওয়ার আগে ওই ব্যক্তির পরিচয়পত্র যাচাই হয়নি? সারাজীবন অধ্যাপনা করে আসা ব্যক্তির নামও নাগরিকপঞ্জি থেকে বাদ পড়েছে । আসলে ভাষা ও ধর্মের নামে দেশকে ভাগ করতে চাইছে BJP সরকার ৷"


সেলিমের মতে, অহমিয়া ও অ-অহমিয়াদের মধ্যে মূলত বিভেদ তৈরি করার জন্য নাগরিকপঞ্জিকে ব্যবহার করছে কেন্দ্রীয় সরকার ৷ বলেন, "অসমের মানুষের ঐক্য ভাঙার খেলায় নেমেছে BJP । অহমিয়া এবং অ-অহমিয়াদের মধ্যে বিভেদ তৈরির জন্য নাগরিকপঞ্জিকে ব্যবহার করছে কেন্দ্রীয় সরকার । বাঙালি হিন্দুদের নাগরিক হিসেবে স্বীকৃতি এবং বাঙালি মুসলিমদের বাংলাদেশে তাড়ানোর মধ্যে দিয়ে BJP-র মানসিকতা স্পষ্ট হয়ে যায় যে তারা বিভেদের রাজনীতি করছে ।"

সবশেষে NRC নিয়ে CPI(M)-এর অবস্থান স্পষ্ট করেন তিনি ৷ বলেন, "এই বিষয়ে CPI(M) স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে ভারতীয় নাগরিকদের বিদেশে পাঠানো যাবে না । যদি তা হয় তবে দেশজুড়ে লাগাতার আন্দোলন শুরু হবে ।" তিনি আরও বলেন, "নতুন করে কাউকে দেশ থেকে তাড়িয়ে দেওয়া চলবে না । ধর্মের নামে হিংসা বা ভাগাভাগি বরদাস্ত করবে না দেশের মানুষ ৷ নাগরিকপঞ্জি নিয়ে কোনও সমস্যা যাতে না হয় সেদিকে কড়া নজর দিতে হবে ভারত ও অসম সরকারকে ৷ এই বিষয়ে দুই সরকারের কাছে আবেদন জানিয়েছি ।"

ABOUT THE AUTHOR

...view details