কলকাতা, 26 জুন:শহর কলকাতার বহু ইতিহাসের সাক্ষী বি বা দী বাগ। এক সময়ের এই 'সাহেব পাড়া' স্বাধীনতার পর থেকে 'অফিস পাড়া' হিসেবেই পরিচিত। ঐতিহ্যশালী ভবন থেকে শুরু করে স্থাপত্য-ভাস্কর্যের নানা মণিমুক্ত ছড়িয়ে আছে কলকাতার এই অন্যতম প্রাচীন জনপদে ৷ সেই ঐতিহ্যের সঙ্গেই সামঞ্জস্য রেখে ইস্ট ওয়েস্ট মেট্রোয় মহাকরণ স্টেশন তৈরি করা হোক । এমন আবেদন জানিয়ে সম্প্রতি কেএমআরসিএল তথা কলকাতা মেট্রোরেল কর্পোরেশন লিমিটেড কর্তৃপক্ষকে চিঠি দিয়েছিলেন মেয়র ফিরহাদ হাকিম । মেয়রের সেই আবেদনে সাড়া দিয়ে কেএমআরসিএলের পালটা চিঠি এল মেয়রের কাছে । তারা জানিয়েছে, ঐতিহ্য বজায় রেখেই তৈরি হচ্ছে ইস্ট-ওয়েস্ট মেট্রোর 'মহাকরণ স্টেশন' ।
অফিস পাড়ার ঐতিহ্য বজায় রাখতে এমনিতেই নানা ধরনের উদ্যোগ নিয়েছে পৌরনিগম। সঙ্গে আছে রাজ্য সরকারের পর্যটন দফতরও। শহরজুড়ে হেরিটেজ ভবনগুলিকে সারা বছর আলোকিত করে রাখার পরিকল্পনা হয়েছে ৷ পাশাপাশি এই এলাকার বেশ কিছু ভবনের সংস্কার করতে বিশেষ পরিকল্পনাও আছে পৌরনিগমের ।