জাদুসম্রাট পিসি সরকারের ইডি দফতরে হাজিরা কলকাতা, 22 ডিসেম্বর: ইডি দফতরে এলেন জাদু সম্রাট জুনিয়র পিসি সরকার ৷ শুক্রবার দুপুরে সল্টলেকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দফতরে হাজিরা দিতে আসেন তিনি ৷ ইডি সূত্রে খবর, তাঁকে টাওয়ার গ্ৰুপ চিটফান্ড মামলায় তলব করা হয়েছে ৷ কয়েকদিন আগেই টাওয়ার গ্রুপ কর্তা রমেন্দু চট্টোপাধ্যায়কে হেফাজতে নিয়েছে ইডি ৷ এরপরই টাওয়ার গ্রুপ চিট ফান্ড তদন্তে নাম উঠে আসে জাদু সম্রাটের ৷ ইতিমধ্যে একই মামলায় সিবিআই তল্লাশি হয় জাদু সম্রাটের বাড়িতে ৷ এবার সেই মামলায় ইডির তলব পেলেন জুনিয়র পিসি সরকার ৷
পিনকন গ্রুপ অ্যান্ড টাওয়ার ইনফোটেক লিমিটেডের আর্থিক জালিয়াতি মামলায় এ বছরের মার্চ মাসে তল্লাশি চালায় ইডি ৷ কলকাতা, শিলিগুড়ি, হাওড়া এবং আগরা-সহ 15 টি জায়গায় তল্লাশি চালায় ইডি ৷ এই তল্লাশিতে 1.27 কোটি নগদ-সহ বহু তথ্য বাজেয়াপ্ত করেন আধিকারিকরা ৷
ইডি সূত্রে জানা গিয়েছিল, টাওয়ার ইনফোটেক লিমিটেডের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছিল সিবিআই এবং পশ্চিমবঙ্গ পুলিশ ৷ এই গ্রুপের বিরুদ্ধে আর্থিক প্রতারণার অভিযোগ উঠেছে ৷ দফায় দফায় 156 কোটি এবং 638 কোটি টাকা বিনিয়োগকারীদের কাছ থেকে সংগ্রহ করে এই গ্রুপ ৷ তারা সাধারণ মানুষকে বিভিন্ন স্কিমের লোভ দেখিয়ে চিট ফান্ডের নামে টাকা তোলে ৷ বেশি সুদে অনেক বেশি টাকা পাইয়ে দেওয়ার লোভও দেখানো হয় ৷ তবে পরে বিনিয়োগকারীদের টাকা ফেরত দেওয়া হয়নি ৷ পিনকন গ্রুপ অ্যান্ড টাওয়ার গ্রুপের ডিরেক্টরদের বাড়িদেও তল্লাশি চালায় আধিকারিকরা ৷ মনোরঞ্জন রায়, হরি সিং, রমেন্দু চট্টোপাধ্যায়-সহ অনেকের বাড়িতেই হানা দেন তদন্তকারীরা ৷
এর আগে রাজ্য সারদা চিট ফান্ড মামলায় বহু সাধারণ মানুষ টাকা হারিয়েছেন ৷ তাতে গ্রেফতার হন সারদা কর্তা সুদীপ্ত সেন ও তার সহযোগী দেবযানী মুখোপাধ্যায় ৷ এর সঙ্গে নাম জড়ায় বহু রাজনৈতিক ব্যক্তিত্বেরও ৷
আরও পড়ুন:
- ব্যাংক প্রতারণা মামলায় কলকাতা-সহ বিভিন্ন জেলায় সিবিআই হানা
- বেল বন্ড জমা দিতে না পারায় জেল হেফাজত বহাল সারদাকর্তা সুদীপ্তর
- সিআইডির বিরুদ্ধে দেবযানীর মায়ের মামলার শুনানি পিছিয়ে গেল