কলকাতা, 5 মার্চ : গত বছর করোনার জন্য হয়নি মাধ্যমিক ৷ প্রায় দু'বছর পর করোনার ধাক্কা সামলে রাজ্যে সোমবার অর্থাৎ 7 মার্চ থেকে শুরু হতে চলেছে 2022 সালের মাধ্যমিক পরীক্ষা (Madhyamik Examination to start from Monday) ৷ আলাদা আইসোলেশন রুম-সহ (Isolation Room for Students) একগুচ্ছ সতর্কতামূলক ব্যবস্থা নিয়েই হবে পরীক্ষা বলে আজ জানিয়েছেন মধ্যশিক্ষা পর্ষদের প্রতিনিধি ৷ করোনার তিনটে ঢেউ পেরিয়ে এই মুহূর্তে সংক্রমণের বাড়বাড়ন্ত অনেকটাই নিয়ন্ত্রণে । স্কুল-কলেজ-অফিস তথা যানবাহন ক্রমেই স্বাভাবিকতার পথে ফিরছে । এই অবস্থায় আবার মাধ্যমিক পরীক্ষাও স্বাভাবিক নিয়মের হতে চলেছে । তবে যেহেতু করোনাভাইরাস সংক্রমণ পুরোপুরি রুখে দেওয়া যায়নি, তাই প্রয়োজনীয় সতর্কতা নিয়েই হবে মাধ্যমিক ।
শনিবার সাংবাদিকদের মুখোমুখি হন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় । জানান, সোমবার সকাল 11টা 45 থেকে পরীক্ষা শুরু হবে । পরীক্ষার্থীরা প্রশ্নপত্র পড়ার জন্য 15 মিনিট সময় পাবেন । 12টা থেকে শুরু হবে উত্তর লেখা । পরীক্ষা চলবে বেলা 3টে পর্যন্ত । পর্ষদ সভাপতি এদিন বলেন, এবার 1 হাজার 435টি মূল পরীক্ষাকেন্দ্র বা সেন্টার থাকছে । এছাড়াও আরও সাব ভেনু থাকছে 2 হাজার 759টি । সবমিলিয়ে মোট 4 হাজার 154টি কেন্দ্রে এবার পরীক্ষা হবে । এবার মোট পরীক্ষার্থী 11 লক্ষ 26 হাজার 863 জন । এর মধ্যে 5 লক্ষ 59 জন ছাত্র । ছাত্রী সংখ্যা 6 লক্ষ 26 হাজার 804 জন । ছাত্রী পরীক্ষার্থীর সংখ্যা এবার অনেক বেশি । যদিও গত বছর পরীক্ষা হয়নি । তবে পরীক্ষার্থীর সংখ্যা খাতায়-কলমে নথিভুক্ত হয় । সে কারণেই পর্ষদের তরফে এদিন জানানো হয়েছে পরীক্ষার্থী এবার প্রায় 50 হাজার বেড়েছে ।