কলকাতা, 10 মে:চলতি মাসেই মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ ৷ আগামী 19 মে মাধ্যমিক পরীক্ষার ফলপ্রকাশ হবে বলে টুইট করে জানালেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। ওইদিন সকাল 10টায় ফল ঘোষণা করা হবে বলে জানা গিয়েছে। যদিও মাধ্যমিকের ফল প্রকাশের বিষয়ে মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে এখনও কোনও নোটিশ জারি করা হয়নি।
মঙ্গলবার রবীন্দ্রজয়ন্তীর দিন জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে কবিগুরুকে শ্রদ্ধা জানাতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ নিয়ে ইঙ্গিত দিয়েছিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ৷ তিনি স্পষ্টই জানিয়েছিলেন, চলতি মাসেই 10 দিনের মধ্যে মাধ্যমিকের ফল প্রকাশ হবে। আর তার একদিনের মাথাতেই শিক্ষা মন্ত্রী টুইট করে ফলপ্রকাশের নির্দিষ্ট দিনও জানিয়ে দিলেন। তবে মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে এনিয়ে এখনও কোনও বিজ্ঞপ্তি জারি করা হয়নি ৷
অন্যদিকে, পর্ষদ সূত্রে খবর, রোল নম্বর এবং জন্ম তারিখ দিয়ে অনলাইনে সার্চ করে ফল দেখতে পারবে পড়ুয়ারা ৷ পাশাপাশি রাজ্যের প্রতিটি স্কুলেও তালিকা দিয়ে দেওয়া হবে ৷ শিক্ষা মন্ত্রীর ঘোষণা অনুয়ায়ী সকাল 10টায় পর্ষদের তরফে আনুষ্ঠানিকভাবে ফলপ্রকাশের পর ছাত্র-ছাত্রীরা অনলাইনে তাদের রেজাল্ট দেখতে পারবে ৷ চলতি বছর মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল গত 23 ফেব্রুয়ারি। পরীক্ষা শেষ হয় 4 মার্চ। পরীক্ষার তিন মাসের মধ্যেই ফল প্রকাশ করে দেওয়া হবে বলে জানিয়েছিল পর্ষদ। মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় জানিয়েছিলেন, মে মাসেই ফলপ্রকাশ করা হবে। সেই অনুযায়ী চলতি মাসের আগামী 19 তারিখ ফলপ্রকাশ হতে চলেছে মাধ্যমিকের। জানা গিয়েছে, ফলপ্রকাশের আগে যে সকল প্রস্তুতি নেওয়া দরকার তা সম্পূর্ণ হয়েছে।
আরও পড়ুন:বেথুন স্কুলকে বঙ্গরত্ন দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
পরীক্ষার পর পর্ষদ জানিয়েছিল, ফলপ্রকাশের আগে বেশ কিছু ধাপ পেরোতে হয় পর্ষদকে। উত্তরপত্র মূল্যায়ন প্রক্রিয়ায় খাতা দেখা, নম্বর দেওয়া থেকে শুরু করে যাচাই পদ্ধতি বেশ কিছু ধাপ পেরিয়ে তারপর ফল প্রকাশ করা হয়ে তাকে। উত্তরপত্র এবং নম্বর সংক্রান্ত বিষয়ে মুখ্য পরীক্ষকদের কাছ থেকে ব্যাখ্যা তলব এবং তা যাচাই পদ্ধতি এই দুটি প্রক্রিয়া এতদিন হাতেকলমে হয়ে আসছিল। সময়সাপেক্ষ হওয়ার কারণে এবারে এই দুটি ধাপ অনলাইনে করা হয়। ফলে, আরও দ্রুত করা যাচ্ছে ফলপ্রকাশ।