পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

এবার কলকাতাতেও শুরু হল মাধ্যমিকের নম্বর সংগ্রহের প্রক্রিয়া - Lockdown

রবিবার উত্তরবঙ্গের কয়েকটি জেলা থেকে মাধ্যমিকের উত্তরপত্র ও নম্বর সংগ্রহ করেছে মধ্যশিক্ষা পর্ষদ । আজ থেকে কলকাতাতেও নম্বর সংগ্রহের প্রক্রিয়া শুরু হল ।

মধ্যশিক্ষা পর্ষদ
মধ্যশিক্ষা পর্ষদ

By

Published : May 12, 2020, 10:58 PM IST

কলকাতা, 12 মে : লকডাউনের মধ্যেই প্রধান পরীক্ষকদের কাছ থেকে মাধ্যমিকের নম্বর সংগ্রহের কাজ চালু করেছে মধ্যশিক্ষা পর্ষদ । রবিবার আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলার প্রধান পরীক্ষকদের কাছ থেকে নম্বর সংগ্রহ করা হয়েছে । তারপরই মধ্যশিক্ষা পর্ষদ সূত্রে জানা গিয়েছিল, এরপর দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় নম্বর সংগ্রহের কাজ চালু করা হবে । তবে, রেড জ়োন ও কনটেনমেন্ট জ়োন থেকে নম্বর সংগ্রহ করার ক্ষেত্রে সমস্যা দেখা দিতে পারে বলে আশঙ্কা দেখা দিয়েছিল । সেই আশঙ্কার মধ্যেই রেড জ়োনে থাকা কলকাতায় নম্বর সংগ্রহের প্রক্রিয়া চালু করল মধ্যশিক্ষা পর্ষদ ।

জানা গিয়েছে, গতকালই কলকাতার প্রধান পরীক্ষকদের কাছে ফোন আসে মধ্যশিক্ষা পর্ষদ থেকে । প্রধান পরীক্ষকদের নির্দেশ দেওয়া হয়, পরীক্ষকদের থেকে উত্তরপত্র ও নম্বর সংগ্রহ করতে । সেই নির্দেশ মেনে গতকাল পরীক্ষকদের ফোন করে তাঁদের কাছে থাকা মাধ্যমিকের উত্তরপত্র ও নম্বর জমা দিয়ে যাওয়ার নির্দেশ দেন কলকাতার প্রধান পরীক্ষকরা । সূত্রের খবর, বাদ পড়েনি কনটেনমেন্ট জ়োনও । কনটেনমেন্ট জ়োনে থাকা প্রধান পরীক্ষকদেরও একই নির্দেশ দেওয়া হয়েছে পর্ষদের তরফে । কন্টেনমেন্ট জ়োনে থাকা পরীক্ষকরাও প্রধান পরীক্ষকের নির্দেশ মেনে জমা করে আসছেন নম্বর ও উত্তরপত্র । কোথাও কোথাও আবার পরীক্ষকদের শুধু মার্কস ফয়েল অর্থাৎ নম্বর জমা করার নির্দেশ দিচ্ছেন প্রধান পরীক্ষকরা ।

চলতি বছর 18 ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছিল মাধ্যমিক পরীক্ষা । শেষ হয়েছিল 27 ফেব্রুয়ারি । পরীক্ষার্থীর সংখ্যা ছিল 10 লাখ 15 হাজার 888 জন । এই বছর সঠিক সময়ে ফল প্রকাশ করতে প্রথম থেকেই পরীক্ষকদের সময়ের মধ্যে মূল্যায়ন শেষ করার নির্দেশ দিয়েছিল মধ্যশিক্ষা পর্ষদ । সেই উদ্দেশ্যে পরীক্ষা শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই জোরকদমে শুরু হয়ে গিয়েছিল উত্তরপত্র মূল্যায়নের কাজ । কিন্তু, তার মধ্যে বাদ সাধে কোরোনা । প্রায় দেড় মাস থমকে যায় মাধ্যমিকের ফল প্রকাশের প্রক্রিয়া । পরীক্ষকরা উত্তরপত্র দু'বার করে মূল্যায়নের কাজ‌ শেষ করা সত্ত্বেও লকডাউনের কারণে সেগুলি সংগ্রহ করা সম্ভব হচ্ছিল না । অন্যান্য বছর মে মাসের শেষের দিকে মাধ্যমিকের ফল প্রকাশ হয়ে গেলেও এই বছর কবে মাধ্যমিকের ফলাফল প্রকাশ হবে তা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে । এরই মধ্যে দ্রুত ফল প্রকাশের লক্ষ্যে যেসব জেলায় লকডাউনের নিয়ম কিছুটা শিথিল হয়েছে সেখানকার প্রধান পরীক্ষকদের কাছ থেকে বিভিন্ন বিষয়ের উত্তরপত্র ও নম্বর সংগ্রহের কাজ শুরু করে দিয়েছে পর্ষদ ।

রবিবার আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, এই চারটি জেলা থেকে প্রায় 80 শতাংশ নম্বর পর্ষদের কাছে জমা পড়ে । এরপর দক্ষিণবঙ্গের কয়েকটি জেলার প্রধান পরীক্ষকদের কাছ থেকে উত্তরপত্র ও নম্বর সংগ্রহের কাজ শুরু করা হবে বলে জানা গিয়েছিল । তবে, রেড জ়োন ও কন্টেনমেন্ট জ়োন থেকে নম্বর সংগ্রহের বিষয়ে সমস্যা দেখা দিতে পারে বলে মনে করা হয়েছিল । সেইসব আশঙ্কা উড়িয়ে দিয়ে কলকাতাতেও নম্বর সংগ্রহের প্রক্রিয়া শুরু করল পর্ষদ । পরীক্ষকরা প্রধান পরীক্ষকদের কাছে উত্তরপত্র ও নম্বর জমা করার পর, প্রধান পরীক্ষকদের থেকে পর্ষদ নম্বর সংগ্রহের কাজ শুরু করবে বলে মনে করা হচ্ছে ।

ABOUT THE AUTHOR

...view details