পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

জুলাইয়ে মাধ্যমিক-উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ, ঘোষণা মুখ্যমন্ত্রীর - madhyamik result

7 জুন সাংবাদিক বৈঠক করে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছিলেন, এ বছরের মাধ্যমিক-উচ্চমাধ্যমিক পরীক্ষা বাতিল হচ্ছে ৷ মানুষ ও ছাত্রছাত্রীদের মতামতকে প্রাধান্য দিয়ে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি ৷ আজ সাংবাদিক বৈঠকে ফলপ্রকাশের সময়ও জানিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷

মমতা বন্দ্যোপাধ্যায়
মমতা বন্দ্যোপাধ্যায়

By

Published : Jun 17, 2021, 3:44 PM IST

Updated : Jun 17, 2021, 4:44 PM IST

কলকাতা, 17 জুন : জুলাইয়ে প্রকাশিত হবে মাধ্যমিক-উচ্চমাধ্যমিকের ফল ৷ নবান্ন থেকে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তবে কীভাবে তা মূল্যায়ন হবে সেই বিষয়ে আগামীকাল জানানো হবে বলে ঘোষণা করেন মুখ্যমন্ত্রী ৷

মাধ্যমিক ৷ জীবনের প্রথম সবথেকে বড় পরীক্ষা ৷ উচ্চমাধ্যমিকও সমান গুরুত্বপূর্ণ ৷ পড়ুয়াদের ভবিষ্যত পুরোটাই নির্ভর করে উচ্চমাধ্যমিকের রেজাল্টের উপর ৷ কিন্তু, করোনার কারণে পড়ুয়াদের ভবিষ্যৎ আজ প্রশ্নের মুখে ৷ করোনার দ্বিতীয় ঢেউয়ে ইতিমধ্যেই বিভিন্ন রাজ্যে দশম ও দ্বাদশ শ্রেণির বোর্ডের পরীক্ষা বাতিল হয়েছে ৷ পশ্চিমবঙ্গও সেই পথে হেঁটেছে ৷ যদিও মে মাসে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছিলেন, সংক্রমণ কমলেই পরীক্ষা হবে ৷ পরীক্ষা বাতিলের সম্ভাবনা নেই ৷

সংক্রমণ লাগামে আনতে কার্যত লকডাউন করে রাজ্য সরকার ৷ কিন্তু, এই পরিস্থিতিতে পরীক্ষা আদেও হবে কি না এই নিয়ে নানা মহলে নানা আলোচনা চলছিল ৷ শিক্ষা মহলের তরফে পরীক্ষা নিয়ে একাধিক প্রস্তাব দেওয়া হয়েছিল ৷ মাধ্যমিক-উচ্চমাধ্যমিক পরীক্ষার দিন ঘোষণার কথা জানানো হলেও পরে তা বাতিল হয়ে যায় ৷ এরপরই রাজ্য সরকারের শিক্ষা দফতরের তরফে একটি নোটিস জারি করা হয় ৷ সেখানে সাধারণ মানুষ, অভিভাবক, বিশেষজ্ঞ এবং পড়ুয়াদের কাছে মতামত জানানোর আবেদন করা হয় ৷ খোদ মমতা বন্দ্যোপাধ্যায় টুইট করে জানান, আমার কাছে আমার ছেলে-মেয়ের ভবিষ্যৎ সবার আগে ৷ এই কথা মাথায় রেখে মাধ্যমিক-উচ্চমাধ্যমিক পরীক্ষার (Secondary and Higher Secondary Examination) জন্য একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করা হয়েছে ৷ আমরা সাধারণ মানুষ, অভিভাবক ও ছাত্রছাত্রীদের কাছে তাদের মতামতকে স্বাগত জানাচ্ছি ৷

আরও পড়ুন, Secondary and HS exam cancelled : বাতিল মাধ্যমিক-উচ্চমাধ্যমিক, ঘোষণা মুখ্যমন্ত্রীর

মতামত নেওয়ার পরই মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দেন, করোনা আবহে বাতিল হচ্ছে এ বছরের মাধ্যমিক-উচ্চমাধ্যমিক পরীক্ষা ৷ 7 জুন সাংবাদিক বৈঠক করে জানিয়ে দেন, মোট 34 হাজার ই-মেল এসেছে ৷ তার মধ্যে 83 শতাংশ মানুষ পরীক্ষা না হওয়ার পক্ষে মতামত জানিয়েছেন । তাই এমন সিদ্ধান্ত ৷ তবে কীভাবে মূল্যায়ন হবে বা কবে পরীক্ষার ফলপ্রকাশ হবে তা জানাননি ৷

আজ নবান্নে কৃষক বন্ধু প্রকল্প উদ্বোধনের সময় মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন, জুলাইয়ে মাধ্যমিক-উচ্চমাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশিত হবে ৷ তবে নির্দিষ্ট দিন জানানো হয়নি ৷ কীভাবে তার মূল্যায়ন হবে তা জানানো হয়নি ৷ আগামীকাল সেই বিষয়ে জানানো হবে ৷

Last Updated : Jun 17, 2021, 4:44 PM IST

ABOUT THE AUTHOR

...view details