পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

SSKM Incident: মদন নিয়ে গেলেও ফিরিয়েছিল পিজি, মমতার উদ্যোগে মেডিক্যালে ভরতি হলেও মৃত্যু হল স্বাস্থ্যকর্মীর

পথ দুর্ঘটনায় আহত হাসপাতালের ল্যাব টেকনিশিয়ান শুভদীপ পালকে শুক্রবার রাতে এসএসকেএম হাসপাতালেj ট্রমা কেয়ার বিভাগে ভরতি করাতে নিয়ে গিয়েছিলেন মদন মিত্র ৷ কিন্তু তাঁর অনুরোধেও হাসপাতাল কর্তৃপক্ষ শুভদীপকে ভরতি নেয়নি ৷ বিষয়টি নিয়ে ক্ষোভ উগড়ে দেন মদন ৷ তাঁর বিরুদ্ধে পালটা অভিযোগ এনে থানায় অভিযোগ দায়ের করে এসএসকেএম কর্তৃপক্ষ ৷

ETV Bharat
ফাইল ছবি

By

Published : May 23, 2023, 3:43 PM IST

Updated : May 23, 2023, 4:08 PM IST

কলকাতা, 23 মে:মৃত্যু হল শুভদীপ পালের ৷ হাসপাতালের ল্যাব টেকনিশিয়ান এই স্বাস্থ্যকর্মীকেই শুক্রবার রাতে এসএসকেএম হাসপাতালে ভরতি করাতে নিয়ে গিয়ে বিতর্কে জড়ান কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র ৷ সেখানে ভরতি নেওয়া হয়নি শুভদীপকে ৷ পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে কলকাতা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভরতি করানো হয় ওই রোগীকে ৷ তবে শেষরক্ষা হল না ৷ মঙ্গলবার সকাল সাড়ে 11টা নাগাদ মেডিক্যালে মৃত্যু হয় শুভদীপ পালের ৷ তাঁর মৃত্যুতে দুঃখপ্রকাশ করেছেন মদন মিত্র ৷

শুভদীপের মৃত্যুর খবর পেয়ে এদিন মদন মিত্র বলেন, "খুবই দুঃখজনক ঘটনা । মুখ্যমন্ত্রী তাঁর মতো করে চেষ্টা করেছিলেন । শুভদীপ পালকে তিনি মেডিক্যাল কলেজে ভর্তি করিয়েছিলেন । চিকিৎসকরা এবং স্বাস্থ্য দফতর সবরকম ভাবে তাকে বাঁচানোর চেষ্টা করেছিল । কিন্তু সবটা তো আমাদের হাতে নেই । এই অবস্থায় আমরা চেষ্টা করছি যাতে দ্রুত ওই পরিবারের হাতে দেহ তুলে দেওয়া যায় ৷ আমি নিজেও মেডিক্যাল কলেজে যাচ্ছি ।"

উল্লেখ্য, শুক্রবার মধ্যরাতে বাইক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছিলেন শুভদীপ পাল । তারপর তাঁকে নিয়ে যাওয়া হয়েছিল ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্সে । কিন্তু সেখানে চিকিৎসা ব্যয়বহুল হওয়ার জন্য ওই রোগীকে এসএসকেএম হাসপাতালে ভরতির চেষ্টা করে তাঁর পরিবার ৷ বিধায়ক মদন মিত্র নিজে যান এসএসকেএম হাসপাতালে ৷ তবে তাঁর অনুরোধেও শুভদীপকে ভরতি নেওয়া হয়নি ৷ বিষয়টি নিয়ে শুক্রবার রাতে ও শনিবার সাংবাদিক বৈঠক করে ক্ষোভ উগরে দিয়েছিলেন মদন মিত্র ৷ গুরুতর আহত এক রোগীকে কেন চিকিৎসা না-করে, বেড নেই বলে ফিরিয়ে দেওয়া হল সেই প্রশ্ন তোলেন তিনি ৷ দেন পিজি হাসপাতাল বয়কটের ডাকও ৷ পালটা এসএসকেএম এর তরফে হাসপাতালে ঢুকে অশান্তির অভিযোগ আনা হয় মদনের বিরুদ্ধে ৷ থানায় এফআইআরও দায়ের হয় ৷

পরে অবশ্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে শুভদীপ পাল নামে ওই স্বাস্থ্যকর্মীকে কলকাতা মেডিক্যাল কলেজে ভরতি করানো হয় ৷ ওই রোগীর তত্ত্বাবধান করার জন্য 11 জন বিশেষজ্ঞ চিকিৎসকের একটি বোর্ড গঠন করা হয়েছিল । কলকাতা মেডিক্যাল কলেজ সূত্রের খবর, বাইক দুর্ঘটনার জন্য শুভদীপের ডানদিকের চোখ, ফুসফুস ও পা-সহ বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গ অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছিল ৷

আরও পড়ুন:মমতার উদ্যোগে মদনের পরিচিত সেই রোগীর ভরতি নিল কলকাতা মেডিক্যাল, মুখ্যমন্ত্রীকে কৃতজ্ঞতা বিধায়কের

Last Updated : May 23, 2023, 4:08 PM IST

ABOUT THE AUTHOR

...view details