পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

আচমকাই শুরু শ্বাসকষ্ট, সিসিইউতে স্থানান্তর মদন মিত্রকে - উডবার্ন হাসপাতাল

Madan Mitra in CCU: শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় উডবার্ন থেকে সিসিইউতে স্থানান্তর করা হল বিধায়ক মদন মিত্রকে। বর্তমানে কেমন আছেন কামারহাটির বিধায়ক?

Etv Bharat
অসুস্থ মদন মিত্র

By ETV Bharat Bangla Team

Published : Dec 8, 2023, 6:50 AM IST

Updated : Dec 8, 2023, 8:23 AM IST

কলকাতা, 8 ডিসেম্বর: অসুস্থ মদন মিত্র ৷ শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় উডবার্ন বিভাগ থেকে সিসিইউতে স্থানান্তর করা হল বিধায়ক মদন মিত্রকে। বৃহস্পতিবার রাতে দেহে অক্সিজেনের মাত্রা কমে যায়, সংজ্ঞাহীন হয়ে পড়েন বিধায়ক। তাঁকে তড়িঘড়ি ভর্তি করা হয় সিসিইউতে । বর্তমানে বিধায়কের অবস্থা স্থিতিশীল বলে জানা গিয়েছে। 24 ঘণ্টা বিধায়ককে পর্যবেক্ষণে রাখার সিদ্ধান্ত চিকিৎসকদের।

এসএসকেএম সূত্রে খবর, দীর্ঘদিন ধরে কাশির সমস্যায় ভুগছিলেন বিধায়ক ৷ সোমবার অবস্থা গুরতর হয় ৷ সেদিন রাত পৌনে নটায় এসএসকেএম হাসপাতালের উডবান ওয়ার্ডে ভর্তি করা হয় বিধায়ককে। ভর্তি করার পরেই নেবুলাইজার ও স্যালাইন দেওয়া হয় বিধায়ককে। এছাড়াও একাধিক পরীক্ষা করে দেখা গিয়েছে নিউমোনিয়ায় আক্রান্ত মদন মিত্র। প্রবল কাশির সমস্যা থাকার পাশাপাশি পরীক্ষায় জানা যায় বুকে কফ জমেছে বিধায়কের। হাসপাতালে ভর্তি হবার 15 দিন আগে থেকেই ওষুধ খাচ্ছিলেন বিধায়ক। পাশাপাশি কিডনিজনিত সমস্যাতেও ভুগছেন বিধায়ক। চিকিৎসক অতনু পালের তত্ত্বাবধানে ভর্তি রয়েছেন তিনি। তবে তার সঙ্গে আরও আটটি বিভাগ চিকিৎসায় জড়িত বলেই জানিয়েছিলেন বিধায়ক স্বয়ং।

প্রসঙ্গত, মঙ্গলবার উডবার্ন ওয়ার্ড থেকে ওপিডিতে হুইল চেয়ার করে বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষা করার জন্য নিয়ে যাওয়া হয়েছিল কামারহাটি বিধায়ককে। সেই সময় বিধায়ক বলেছিলেন, "হাসপাতালের সবাই চেষ্টা করছেন। আটটা ডিপার্টমেন্ট দেখছে আমায় কার্ডিয়াথোরাসিক, নেফ্রোলজি, মেডিসিন-সহ ইত্যাদি বিষয়ে। সোমবার রাতে ইনজেকশন শুরু হয়েছে। 30 মিনিট অন্তর তিনটে ইনজেকশন দেওয়া হচ্ছে। এইটুকু বোঝার ক্ষমতা আমার আছে যে অবস্থায় আমি হাসপাতালে এসেছি আর যে অসুখ হয়েছে তা সারতে সময় লাগবে। চিকিৎসকরা সবরকম সাহায্য করছে।" বৃহস্পতিবার রাতে ফের অসুস্থতা বাড়ায় সিসিইউতে রাখা হয়েছে কামারহাটির বিধায়ক মদন মিত্রকে ৷

Last Updated : Dec 8, 2023, 8:23 AM IST

ABOUT THE AUTHOR

...view details