কলকাতা, 22 মে:তবে কী মুকুল রায়ের মতো অ্যালঝাইমার্সের সমস্যায় ভুগছেন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র ৷ এই প্রশ্ন উঠছে, কারণ মুকুলের মতো সব ভুলে যাচ্ছেন মদনও ৷ যে এসএসকেএম হাসপাতালে রোগী ভর্তিকে নিয়ে এত বিতর্কে মদন মিত্র, যে কারণে দু'দিন আগে সাংবাদিক বৈঠক করে হাসপাতাল কর্তৃপক্ষের সমালোচনা করেছিলেন সেই হাসপাতালের নামই সোমবার মনে করতে পারছেন না তিনি ৷ তাঁর কথায়, এসএসকেএম বা পিজি নামক হাসপাতালের কথা তাঁর অজানা ৷ পিজি বলতে তিনি বোঝেন পোস্ট গ্রাজুয়েটকে ।
প্রসঙ্গত, শনিবার থেকেই মদন মিত্রের নামের সঙ্গে পিজি'র বিতর্ক জড়িয়ে গিয়েছিল । তবে প্রথমে এসএসকেএম হাসপাতালের বিরুদ্ধে খড়্গহস্ত হলেও রবিবার বিকেল থেকেই পিজি নিয়ে সুর নরম হতে শুরু করে মদনের । রবিবার বিকেলে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এসএসকেএম-এর তরফে তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করা প্রসঙ্গে মদন মিত্র জানান, এফআইআর করার কথা যাদের মনে হয়েছে করেছে ৷ এসএসকেএম-এ যদি মানুষ পরিষেবা পান, তাহলে সেখানে যাবেন, কেন যাবেন না !
একইসঙ্গে হাসপাতাল কর্তৃপক্ষের উদ্দেশ্যে তিনি গতকাল বলেন, "হাসপাতাল কর্তৃপক্ষকে আমি বলব আমি কারও সঙ্গে খারাপ ব্যবহার করিনি । কারও সঙ্গেই দুর্ব্যবহার করিনি । তা সত্ত্বেও শুধু আমার উপস্থিতিতে কেউ যদি দুঃখ পেয়ে থাকেন আমি দুঃখিত। কর্মীদের সঙ্গে তো আমার কোনও ঝগড়া নেই। মনে হয়েছিল পেশেন্ট অনেকক্ষণ ধরে পড়ে আছে, দেখলে ভালো হতো ।"