কলকাতা, 5 ডিসেম্বর: "খুব ভালো চিকিৎসা হচ্ছে ৷ এর থেকে ভালো চিকিৎসা আর কোথাও হয় না ৷" মঙ্গলবার শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করানোর পর হাসপাতাল থেকে বেরিয়ে বললেন মদন মিত্র । সোমবার রাত পৌনে ন'টা নাগাদ শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে এসএসকেএম হাসপাতালের উডবার্ন ওয়ার্ডে ভর্তি হন কামারহাটির বিধায়ক । হাসপাতালে ভর্তির পর তাঁর নেবুলাইজার চলে । এছাড়া সোমবার রাতে স্যালাইনও দেওয়া হয় তাঁকে । কিন্তু যে বিধায়কের মুখে কিছুদিন আগে এসএসকেএমের বিরোধী সুর শোনা গিয়েছিল, তার মুখেই এবার শোনা গেল সরকারি হাসপাতালটির ভূয়সী প্রশংসা ।
মঙ্গলবার উডবান ওয়ার্ড থেকে ওপিডিতে হুইল চেয়ার করে বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষা করার জন্য নিয়ে যাওয়া হয়েছিল মদন মিত্রকে । সেই সময় বিধায়ক বলেন, "হাসপাতালের সবাই চেষ্টা করছে । কার্ডিয়াথোরাসিক, নেফ্রোলজি ও মেডিসিন-সহ 8টা ডিপার্টমেন্ট দেখছে আমায় ৷ কাল রাতে ইনজেকশন শুরু হয়েছে । 30 মিনিট অন্তর তিনটে ইনজেকশন দেওয়া হচ্ছে । এইটুকু বোঝার ক্ষমতা আমার আছে যে অবস্থায় আমি হাসপাতালে এসেছি আর যে অসুখ হয়েছে তা সারতে সময় লাগবে । চিকিৎসকরা সবরকম সাহায্য করছেন ।"