কলকাতা, 8 জুলাই : সারদার পর এবার রোজ়ভ্যালি । আবারও CGO কমপ্লেক্সে মদন মিত্র । তবে, এবার CBI-এর ডাকে নয়, ED-র ডাকে । আজ প্রায় চারঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয় তাঁকে ।
রোজ়ভ্যালি মামলায় মদনকে 4 ঘণ্টা জিজ্ঞাসাবাদ ED-র
রোজ়ভ্যালি মামলায় আজ CGO কমপ্লেক্সে 4 ঘণ্টা মদন মিত্রকে জেরা করল ED ।
ED সূত্রে খবর, সম্প্রতি জেলে গিয়ে জেরা করা হয় রোজ়ভ্যালি কর্তা গৌতম কুণ্ডকে । সেখানেই তিনি তদন্তকারীদের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী মদন মিত্রর নাম জানান । তবে টাকা-পয়সার লেনদেন সংক্রান্ত কী তথ্য গৌতম দিয়েছেন, তা অবশ্য জানা যায়নি । সংশ্লিষ্ট মহল বলছে, আর্থিক লেনদেন সংক্রান্ত তথ্য দিয়েছেন গৌতম । কারণ, চিটফান্ড সংক্রান্ত মামলায় আর্থিক বিষয়টি নিয়েই তদন্ত করছে ED । ষড়যন্ত্রের মতো অভিযোগ যদি মদন মিত্রর বিরুদ্ধে উঠত তাহলে সেবিষয়ে তদন্ত করত CBI ।
সূত্রের খবর, বাইপাসের ধারে একটি পাঁচতারা হোটেলে মদন মিত্র এবং গৌতম কুণ্ডর মধ্যে সাক্ষাৎ হয় । তখন চিটফান্ডের রমরমা । সেই বৈঠকেই কি আর্থিক লেনদেন সংক্রান্ত আলোচনা হয় ? যদিও মদন ঘনিষ্ঠমহলে বলেছেন, যুবভারতী ক্রীড়াঙ্গনের সম্প্রচারকক্ষ সংক্রান্ত একটি বিষয়ে তাঁদের মধ্যে কথা হয়েছিল । তিনি সেখানে মিনিট দশেক ছিলেন । তবে ED সূত্রে খবর, সেই বৈঠকের পর খাওয়াদাওয়ার বিল মদনের নামে হয়েছিল । এমনিতেই সারদা মামলায় জামিনে মুক্ত রয়েছেন মদন । এবার রোজ়ভ্যালি মামলাতেও ডাকা হল তাঁকে।