পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ডাক্তাররা হয়রানির শিকার, মানলেন মদন - kolkata

খাসতালুকেই কেউ দেখা করলেন না মদন মিত্রের সঙ্গে । আজ জুনিয়র ডাক্তারদের সঙ্গে দেখা করতে SSKM যান মদন । কিন্তু, কারোর দেখা পাননি ।

ফাইল ফোটো

By

Published : Jun 15, 2019, 5:11 PM IST

Updated : Jun 15, 2019, 5:22 PM IST

কলকাতা, 15 জুন : খাসতালুকেই কেউ দেখা করলেন না মদন মিত্রের সঙ্গে । আজ জুনিয়র ডাক্তারদের সঙ্গে দেখা করতে SSKM যান মদন । কিন্তু, কারোর দেখা পাননি । অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে বেরিয়ে আসেন ।

সোমবার (10 জুন) রোগীমৃত্যুকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নেয় NRS । রোগীর পরিবারদের মারধরে গুরুতর জখম হয় পরিবহ মুখার্জি নামে এক জুনিয়র ডাক্তার । এর প্রতিবাদে বুধবার থেকে OPD বন্ধের ডাক দেয় ডাক্তারদের সংগঠন । এর মাঝে পরিস্থিতি সামাল দিতে মমতা ব্যানার্জি SSKM হাসপাতালে যান । তাঁর হুঁশিয়ারিতে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে । আজ জুনিয়র ডাক্তারদের নবান্নে ডেকে পাঠান মুখ্যমন্ত্রী । কিন্তু, তাঁরা যেতে রাজি হননি । স্পষ্ট জানিয়ে দেন, মুখ্যমন্ত্রীকে এসেই কথা বলতে হবে ।

মদন মিত্রের বক্তব্য

আজ সেবিষয়ে জুনিয়র ডাক্তারদের সঙ্গে কথা বলার জন্য SSKM-এর অ্যাকাডেমিক বিল্ডিংয়ে গেছিলেন তৃণমূল নেতা মদন মিত্র । অনেকক্ষণ দাঁড়িয়ে সেখান থেকে ফিরে আসেন । কোনও ডাক্তার তাঁর সঙ্গে দেখা করেননি । পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মদন বলেন, "ডাক্তাররা হয়রানির শিকার হয় । একটা কাজ করা যেতে পারে, রোগীর সঙ্গে 2 জন পরিজনকে ঢুকতে দেওয়া দরকার । তাই, রোগীর পরিজনদের প্রবেশের ক্ষেত্রে একটু কড়াকড়ি দরকার ।"

Last Updated : Jun 15, 2019, 5:22 PM IST

ABOUT THE AUTHOR

...view details