পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

'ক্ষুব্ধ' মমতা, বাড়িতে রামপুজো বাতিল করলেন মদন - Jai Shree Ram

সূত্রের খবর, হঠাৎ করে রামপুজোর উদ্যোগকে ভালোভাবে নেননি দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । মদনের প্রতি তিনি ক্ষুব্ধ হয়েছেন । ঘনিষ্ঠ মহলে না কি এনিয়ে ক্ষোভ প্রকাশও করেছেন । এরপরই না কি দলের শীর্ষ নেতৃত্ব মদনকে সতর্ক করেন । তার প্রেক্ষিতে শেষ মুহূর্তে বাড়ির রামপুজো বাতিল করার সিদ্ধান্ত নেন মদন

মদন মিত্র

By

Published : Jul 24, 2019, 2:33 AM IST

Updated : Jul 24, 2019, 2:52 AM IST

কলকাতা, 24 জুলাই : বাতিল মদন মিত্রর বাড়ির রামপুজো । সূত্রের খবর, দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় না কি চাইছেন না মদন বাড়িতে রামের পুজো করুক । তাতে বিতর্ক বাড়তে পারে । মদনের রামপুজোর উদ্যোগ নেওয়াকেও দলনেত্রী খুব একটা ভালোভাবে নেননি । শোনা যাচ্ছে, সেকারণে অনেকটা এগিয়ে গিয়েও বাড়িতে রামপুজো করা থেকে নিজেকে বিরত রাখছেন মদন ।

আরও পড়ুন বাড়িতে রাম-সীতার পুজো করছেন মদন

কয়েকদিন আগে মদন জানিয়েছিলেন, আজ তিনি ভবানীপুরের বাড়িতে রামপুজো ও রামকথা করবেন । অনেককে আমন্ত্রণ জানাবেন । মদনের এই ঘোষণার পর শুরু হয় বিতর্ক । সূত্রের খবর, দলেরই একাংশ বলাবলি শুরু করে জয়শ্রীরাম স্লোগান ঘিরে একাধিকবার বিতর্কের মুখে পড়তে হয়েছিল খোদ দলনেত্রীকে । মদন রামপুজো করলে নতুন করে ফের বিতর্ক দানা বাঁধতে পারে । দলের একাংশের মনোভাব বুঝতে পেরেছিলেন মদনও । সেকারণে প্রথম ঘোষণার ক'দিন পর ফের জানিয়েছিলেন দল না চাইলে তিনি ধুমধামসহ বাড়িতে রামপুজো করা থেকে নিজেকে বিরত রাখবেন । ETV ভারতকে বলেছিলেন, "দল না চাইলে বাড়িতে রামনামের অনুষ্ঠান করব না । দলের শীর্ষ নেতৃত্ব যদি মনে করে, তৃণমূলের লাইন বিরোধী হচ্ছে তাহলে রামপুজো বন্ধ করে দেব ।" শেষমেশ তাই করলেন মদন ।

আরও পড়ুন দল বারণ করলে রামপুজো করব না, বললেন মদন

সূত্রের খবর, হঠাৎ করে রামপুজোর উদ্যোগকে ভালোভাবে নেননি দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । মদনের প্রতি তিনি ক্ষুব্ধ হয়েছেন । ঘনিষ্ঠ মহলে না কি এনিয়ে ক্ষোভ প্রকাশও করেছেন । কারণ, দলনেত্রীর আশঙ্কা মদন বাড়িতে ধুমধাম করে রামপুজো করলে নতুন করে বিতর্ক তৈরি হতে পারে । BJP-এ নিয়ে দু'চার কথা বলতে পারে । তাই এনিয়ে তিনি বিতর্ক চাইছেন না । এরপরই না কি দলের শীর্ষ নেতৃত্ব মদনকে সতর্ক করেন । দলনেত্রীর মনোভাবের কথা জানান । তার প্রেক্ষিতে শেষ মুহূর্তে বাড়ির রামপুজো বাতিল করার সিদ্ধান্ত নেন মদন ।

Last Updated : Jul 24, 2019, 2:52 AM IST

ABOUT THE AUTHOR

...view details