পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Madan Mitra: ভবানীপুরে দেওয়াল লিখন মদনের, বেশি রোদে ঘুরতে নিষেধ মমতার - মমতা বন্দ্যোপাধ্যায়ের খবর

ভবানীপুর উপনির্বাচনের (Bhawanipur By-election) প্রচারে লেগে পড়লেন মদন মিত্র (Madan Mitra) ৷ দেওয়াল লিখন থেকে শুরু করে গান গেয়ে প্রচারে ঝড় তুলেছেন তিনি ৷ সেই সময়ই সেখানে আচমকা হাজির হন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)৷

madan mitra campaigning for bhawanipur by-election, mamata banerjee concerned about his health
ভবানীপুরে দেওয়াল লিখন মদনের, আচমকাই হাজির মমতা

By

Published : Sep 5, 2021, 7:30 PM IST

কলকাতা, 5 সেপ্টেম্বর: ভবানীপুরের উপনির্বাচনে (Bhawanipur By-election) দিন ঘোষণা হতেই প্রচার শুরু করে দিয়েছে তৃণমূল (TMC) ৷ গতকাল ফিরহাদ হাকিমের পর আজ এলাকায় দেওয়াল লিখনে নেমে পড়লেন দলের আর এক নেতা বিধায়ক মদন মিত্র (Madan Mitra) ৷ আর ঠিক সেই সময়ই ওই পথে যাচ্ছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)৷ গাড়ি থামিয়ে কামারহাটির বিধায়কের শরীরের খোঁজ নেন তিনি ৷ অভিভাবকের মতোই তাঁকে রোদে বেশি ঘুরতে নিষেধ করেন নেত্রী ৷

গতকালই ভবানীপুরের উপনির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করেছে নির্বাচন কমিশন । তৃণমূল কংগ্রেসের তরফে আনুষ্ঠানিক প্রার্থী ঘোষণা না-হলেও গতকাল থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে কর্মী-সমর্থকরা প্রচার শুরু করে দিয়েছেন । রাতেই রং-তুলি হাতে দেওয়াল লিখতে নেমে পড়েন রাজ্যের পরিবহণ মন্ত্রী ফিরহাদ হাকিম । আজ রবিবার সদলবলে ময়দানে নামেন কামারহাটির বিধায়ক মদন মিত্র ।

তিনি নিজে এই মুহূর্তে কামারহাটির বিধায়ক হলেও তাঁর বাড়ি ভবানীপুর এলাকাতেই । কাজেই এখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে সদলবলে প্রচারে নামেন তিনি । আর মদন মিত্র যখন ডিএল খান রোডে তৃণমূল সুপ্রিমোর নামে দেওয়াল লিখছেন, ঠিক তখন সেখানে হাজির হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । মদন মিত্র ও তাঁর ছেলেদের দেখে গাড়ি থামান মমতা । মদন মিত্রের শরীরের খোঁজ নিয়ে তাঁকে রোদে বেশি ঘোরাঘুরি করতে বারণ করেন নেত্রী ।

ভবানীপুরে দেওয়াল লিখন মদনের, আচমকাই হাজির মমতা

আরও পড়ুন:Mamata Banerjee : ভবানীপুরে উপনির্বাচনের দিন ঘোষণায় মমতার উত্তরবঙ্গ সফর বাতিল

কর্মীদের ভালভাবে সাবধানতার সঙ্গে কাজ করতে বলেন তিনি । বেশি রোদে না-ঘুরে ও ভিড় না-করে ধীরে ধীরে প্রচার করতে বলেন । তাঁকে দেখেই বোঝা যায় দিব্যি খোশমেজাজেই রয়েছেন মুখ্যমন্ত্রী । আগামী 30 সেপ্টেম্বর তাঁর কেন্দ্রে নির্বাচন ।

এদিন মমতা চলে যাওয়ার পর মদন বলেন, ‘'দিদি আমাদের বলে গেলেন, এত গরমে এত খাটিস না, একটু বিশ্রাম নে । আসলে আজ বলে নয়, ভবানীপুর দিয়ে যখনই তিনি যান, গাড়ি থামিয়ে সকলের সঙ্গে কথা বলেন । মমতা ভারতের গর্ব । দুগ্গা-দুগ্গা করে, লক্ষ্মী আসছে ঘরে ।'’ মদনোচিত ভঙ্গিতেই এরপর গান ধরেন কামারহাটির বিধায়ক ।

আরও পড়ুন :Election : 30 সেপ্টেম্বর ভবানীপুর-সহ রাজ্যের 3 আসনে ভোট, গণনা 3 অক্টোবর

দেওয়াল লেখার সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের দর্শনে যথেষ্ট আপ্লুত মদন মিত্র । উত্‍সাহ ও উদ্দীপনা বেড়েছে এলাকার তৃণমূল কর্মীদের । এই প্রসঙ্গে মদন মিত্র জানিয়েছেন, ‘‘আমার কাজ সার্থক ।’’ আজই উত্তরবঙ্গ সফরে যাওয়ার কথা ছিল মুখ্যমন্ত্রীর । কিন্তু ভোট ঘোষণা হওয়ায় কোনও সরকারি কাজে আর অংশগ্রহণ করতে চাননি তিনি ।

আরও পড়ুন:Abhishek Banerjee : 10 পয়সার দুর্নীতি প্রমাণ হলেও ফাঁসির মঞ্চে ঝুলতে রাজি অভিষেক

এ দিন সকাল থেকেই মদন মিত্রের ভবানীপুরের প্রচার ছিল জমজমাট । একতারা হাতে বাউলের সঙ্গে গলা মিলিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে প্রচার সেরেছেন তিনি । তাঁকে গাইতেও শোনা গিয়েছে, "হৃদ মাঝারে রাখব যেতে দেব না ।"

আরও পড়ুন :By-Election : উপনির্বাচনকে স্বাগত তৃণমূল, সিপিএম এবং কংগ্রেসের, সতর্ক প্রতিক্রিয়া বিজেপির

শিক্ষক দিবস স্থানীয় শিক্ষকদের সম্মান জানিয়ে প্রচার কর্মসূচি শুরু করেন মদন । তারপর শুরু হয় ডিএল খান রোডে মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে দেওয়াল লিখন । সেখানে আচমকা মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে তৃণমূলের প্রাক্তন মন্ত্রী বাড়তি উৎসাহ নিয়ে জানান, ভবানীপুরের মানুষ শুধু এলাকার মেয়ে মমতাকেই চায় ।

ABOUT THE AUTHOR

...view details