কলকাতা, 19 নভেম্বর: এখন বলে নয়, ছাত্র জীবন থেকেই খেলাধুলো নিয়ে বেশ আবেগপ্রবণ কামারহাটির বিধায়ক মদন মিত্র ৷ আজ ভারত বনাম অস্ট্রেলিয়া হাইভোল্টেজ বিশ্বকাপ ফাইনাল আমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ৷ তিনি মাঠে যেতে না পারলেও, ম্যাচের একটি মুহূর্তও মিস করতে চাইছেন না মদন মিত্র ৷ তাই ভাবনীপুরে জায়ান্ট স্ক্রিন লাগিয়ে সবার সঙ্গে বিশ্বকাপ ফাইনাল উপভোগ করবেন তিনি ৷ অন্যদিকে, চেতলায় নিজের পাড়ায় সবার সঙ্গে বসে জায়ান্ট স্ক্রিনে বিশ্বকাপ ফাইনাল উপভোগ করবেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম ৷
ফুটবল বিশ্বকাপের সময় কাতারে গিয়ে খেলা দেখেছিলেন মদন মিত্র ৷ এবার ঘরের মাঠে ক্রিকেট বিশ্বকাপের আসর বসেছে ৷ ইডেন গার্ডেন্সে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচ দেখেছিলেন ৷ তবে, আজকের ফাইনাল ম্যাচ মাঠে গিয়ে দেখা হচ্ছে না তাঁর ৷ কিন্তু, আজ ইটিভি ভারতকে ফোনে তিনি জানান, তৃণমূল সদস্য ও সমর্থকদের নিয়ে ভবানীপুরে বসে বিশ্বকাপ ফাইনাল দেখবেন বিধায়ক ৷ এ দিন তিনি বলেন, ‘‘বিগত ম্যাচগুলি যেভাবে ভারত খেলেছে, তাতে জয় ছাড়া কিছু ভাবছি না ৷ তাই জায়ান্ট স্ক্রিনের পর্দা থেকে চোখ সরাতে পারব না ৷’’