কলকাতা, 20 এপ্রিল: অ-বিজেপি শাসিত রাজ্যগুলিতে রাজ্যপালের সঙ্গে সরকারের সংঘাত একটা সাধারণ ঘটনা হয়ে দাঁড়িয়েছে ৷ এই রাজ্যগুলিতে শাসকের ভূমিকায় আছে বিভিন্ন বিজেপি-বিরোধী দল ৷ বিরোধীদের অভিযোগ, ঠিক এই কারণে রাজ্যপাল পদটিকে বড় অস্ত্র হিসাবে ব্যবহার করছে কেন্দ্রীয় সরকার ৷ রাজ্য়ের সরকারগুলিকে নানাভাবে বিপাকে ফেলার চেষ্টা করা হচ্ছে । পশ্চিমবঙ্গ থেকে শুরু করে তামিলনাড়ুতে একই ঘটনা ঘটছে বলে দাবি বিরোধী শিবিরের ৷
এমতাবস্থায় জোটবদ্ধ লড়াইয়ের ডাক দিয়েছেন ডিএমকে নেতা তথা তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন ৷ তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীকে সমর্থন জানাতে তাঁকে ফোন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ জানা গিয়েছে, এক্ষেত্রে তিনি অ-বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীদের একত্রিত হয়ে এই বিষয়ে পরবর্তী পদক্ষেপ করার পরামর্শ দিয়েছেন ৷ সূত্রে জানা গিয়েছে, দু'জনের মধ্যে বুধবার সন্ধ্যায় কথা হয় ।
এরপর এমকে স্ট্য়ালিন তাঁদের এই ফোনালাপের কথা সোশাল মিডিয়ায় লিখে জানান ৷ তিনি লেখেন, "পশ্চিমবঙ্গের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় আমার সঙ্গে ফোনে কথা বলেছেন ৷ অবিজেপি শাসিত রাজ্যগুলিতে রাজ্যপালদের অগণতান্ত্রিক কার্যকলাপের বিরোধিতায় আমরা পদক্ষেপ করছি ৷ তার প্রশংসা করেন এবং সমর্থন জানিয়েছেন তিনি ৷ এছাড়া আমাদের পরবর্তী পদক্ষেপ স্থির করতে বিরোধী রাজ্যগুলির মুখ্যমন্ত্রীদের বৈঠকে বসার পরামর্শ দিয়েছেন তিনি ৷"