পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

লাগজ়ারি ট্যাক্সি চালকদের জন্য উৎসব বোনাসের দাবি সংগঠনের - উৎসব বোনাস

কোরোনা ও তার জেরে লকডাউন ৷ এই দুইয়ের প্রভাব পড়েছে অর্থনীতিতে ৷ তাই এবছর মালিকদের পক্ষে সকলকে পুজোর বোনাস দেওয়া সম্ভব নয় ৷ তাই সরকারি দপ্তরের সঙ্গে যুক্ত লাগজ়ারি ট্যাক্সির চালকদের উৎসব বোনাস দেওয়ার আর্জি জানাল তাদের সংগঠন ৷

Luxury taxi organization

By

Published : Sep 18, 2020, 12:00 PM IST

কলকাতা , 18 সেপ্টেম্বর : সরকারি দপ্তরের সঙ্গে যুক্ত লাগজ়ারি ট্যাক্সির চালকদের এবার উৎসব বোনাস দেওয়ার দাবি জানাল তাদের সংগঠন । ওই চালকদের স্বাস্থ্য বিমার আওতায় আনার দাবিও জানিয়েছে তারা ।

এবছর অর্থনৈতিক পরিস্থিতি ভালো নয় ৷ সেক্ষেত্রে মালিকদের পক্ষে পুজোর বোনাস দেওয়া সম্ভব নয় ৷ তাই এবার সরকারের তরফে উৎসব বোনাস দেওয়ার আর্জি জানাল সংগঠন । এই বিষয়ে লাগজ়ারি ট্যাক্সি অ্যাসোসিয়েশন ওয়েস্ট বেঙ্গলের ভাইস প্রেসিডেন্ট সৈকত পাল বলেন, "সামগ্রিক অর্থনৈতিক অবস্থা একেবারে ভেঙে পড়েছে ৷ সেক্ষেত্রে এবার মালিকদের পক্ষে সকলকে বোনাস দেওয়া সম্ভব নয় । তাই উৎসবের মুখে মুখমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমাদের আবেদন যে সরকারি দপ্তরে যেসব লাগজ়ারি ট্যাক্সি রয়েছে তাদের চালকদের যেন উৎসব বোনাস দেওয়া হয়।"

তিনি বলেন, কোরোনা পরিস্থিতিতে সবরকম ভয়কে উপেক্ষা করে লাগজ়ারি ট্যাক্সি চালকরা সরকারের পাশে থেকে যথাসাধ্য সাহায্য করেছেন । সৈকতবাবু বলেন , "মহামারী পরিস্থিতিতেও আমরা আগের ভাড়াতেই সরকারি দপ্তরগুলিতে পরিষেবা দিয়ে চলেছি । কিন্তু দুর্ভাগ্যের বিষয় হল সরকার আমাদের দিকটা একবারও বিবেচনা করে দেখেনি। লকডাউনের মধ্যেও আমাদের সহকর্মীরা জীবনের ঝুঁকি নিয়ে পরিষেবা দিয়ে গেছেন । এঁরাও তো সামনের সারির কর্মী ৷ তাহলে এঁদের কোনও স্বাস্থ্য বিমার আওতায় এখনও আনা হল না কেন ? তাই আমাদের দাবি , যেসব লাগজ়ারি ট্যাক্সি বিভিন্ন সরকারি দপ্তরে যুক্ত সেই গাড়ির চালকদের অবিলম্বে 10 লাখ টাকার সরকারি বিমার আওতায় আনা হোক ।"

তিনি আরও বলেন , সরকার যদি তাদের এই দাবিতে সাড়া না দেয় তাহলে তাদের বাধ্য হয়ে বৃহত্তর আন্দোলনের পথ বেছে নিতে হবে ।

ABOUT THE AUTHOR

...view details