পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ভাড়াবৃদ্ধির দাবিতে এবার মুখ্যমন্ত্রীকে চিঠি দিচ্ছে লাগজ়ারি ট্যাক্সি সংগঠনগুলি - পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারি

জ্বালানির দাম বেড়েছে । তার উপর কোরোনা সংক্রমণ । তাই গাড়ি নামানো অসম্ভব হয়ে পড়েছে বলে জানিয়েছে লাগজ়ারি ট্যাক্সি অ্যাসোসিয়েশন ।

luxury taxi associations
মুখ্যমন্ত্রীর দারস্থ লাক্সারি ট্যাক্সি সংগঠনগুলি

By

Published : Jul 2, 2020, 3:31 AM IST

কলকাতা, 2 জুলাই : এবার ভাড়াবৃদ্ধির দাবিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারীকে চিঠি দিতে চলেছে লাগজ়ারি ট্যাক্সি সংগঠনগুলি । তাদের বক্তব্য, পেট্রল, ডিজ়েলের দাম বেড়েছে ৷ তার উপর কোরোনা সংক্রমণের জেরে কমেছে যাত্রী সংখ্যা ৷ এই পরিস্থিতিতে ভাড়া না বাড়ালে সমস্যায় পড়তে হবে ৷

লাগজ়ারি ট্যাক্সি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সুব্রত শংকর ঘোষ বলেন, "ভাড়াবৃদ্ধি কিংবা সরকারের কাছে পরিবহন শিল্পের দাবি আদায়ে বাস, মিনিবাস ও ট্যাক্সি সংগঠনের সঙ্গে আমরা সহমত পোষণ করি । 2008 সাল থেকে লাগজ়ারি ট্যাক্সির ভাড়া বৃদ্ধি হয়নি । যেভাবে জ্বালানির দাম বেড়ে চলেছে তাতে মালিকদের পক্ষে গাড়ি চালানো অসম্ভব হয়ে পড়ছে । তাই আমরা ভাড়া বৃদ্ধির দাবিতে মুখ্যমন্ত্রী ও পরিবহনমন্ত্রীর দ্বারস্থ হব বলে সিদ্ধান্ত নিয়েছি ।"

তিনি আরও বলেন, "লকডাউনের মাঝেও আমাদের সহকর্মীরা জীবনের ঝুঁকি নিয়ে পরিষেবা দিয়ে গেছেন । ইতিমধ্যেই অ্যাপ ক্যাব চালকরা কোরোনায় সংক্রমিত হয়েছেন । কোরোনা পরিস্থিতিতে পরিবহন মালিক ও শ্রমিক সবাই করুণ পরিস্থিতির শিকার । এর উপর আছড়ে পড়েছে আমফান ।"

সুব্রতবাবু বলেন, "গত 11 বছর ধরে আমরা একই ভাড়ায় গাড়ি চালাচ্ছি । এই চরম পরিস্থিতির মধ্যেও আমরা সরকারের পাশে রয়েছি এবং সাধারণ মানুষের সেবা দিয়ে চলেছি । লকডাউনের কারণে প্রচুর চালক অনাহারে দিন কাটাচ্ছে । তাই আমরা মুখ্যমন্ত্রীর কাছে সময় চেয়েছি যাতে তিনি সবকটি সংগঠনের সঙ্গে বসে দ্রুত সমস্যার সমাধান করেন।"

তিনি আরও বলেন, পরিবহন দপ্তরের ঊর্ধ্বতন আধিকারিকের কাছে সময় চেয়ে যোগাযোগ করা হয় যাতে আলোচনা করে সমস্যার সমাধান করা যায় । কিন্তু সেই বৈঠক এখনও হয়নি ।

ABOUT THE AUTHOR

...view details