কলকাতা, 2 জুলাই : এবার ভাড়াবৃদ্ধির দাবিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারীকে চিঠি দিতে চলেছে লাগজ়ারি ট্যাক্সি সংগঠনগুলি । তাদের বক্তব্য, পেট্রল, ডিজ়েলের দাম বেড়েছে ৷ তার উপর কোরোনা সংক্রমণের জেরে কমেছে যাত্রী সংখ্যা ৷ এই পরিস্থিতিতে ভাড়া না বাড়ালে সমস্যায় পড়তে হবে ৷
লাগজ়ারি ট্যাক্সি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সুব্রত শংকর ঘোষ বলেন, "ভাড়াবৃদ্ধি কিংবা সরকারের কাছে পরিবহন শিল্পের দাবি আদায়ে বাস, মিনিবাস ও ট্যাক্সি সংগঠনের সঙ্গে আমরা সহমত পোষণ করি । 2008 সাল থেকে লাগজ়ারি ট্যাক্সির ভাড়া বৃদ্ধি হয়নি । যেভাবে জ্বালানির দাম বেড়ে চলেছে তাতে মালিকদের পক্ষে গাড়ি চালানো অসম্ভব হয়ে পড়ছে । তাই আমরা ভাড়া বৃদ্ধির দাবিতে মুখ্যমন্ত্রী ও পরিবহনমন্ত্রীর দ্বারস্থ হব বলে সিদ্ধান্ত নিয়েছি ।"