কলকাতা, 21 নভেম্বর: এবার বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের পার্টনার কান্ট্রি লুক্সেমবার্গ । এবার এই সম্মেলনে তারা 18 সদস্যের প্রতিনিধি দল নিয়ে যোগদান করছে ৷ ব্রিটেনের পর সর্ববৃহৎ প্রতিনিধি দল নিয়ে তারা এবার বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে যোগদান করছে, এমনটাই সূত্রের খবর ।
প্রসঙ্গত, এই প্রতিনিধি দল সম্পর্কে ওই দেশের রাষ্ট্রদূত প্রেগি ফ্রান্টজেন জানিয়েছেন, মঙ্গলবার থেকে শুরু হওয়া দুই দিনের শীর্ষ সম্মেলনে রোটারেক্স, বোসন এনার্জি, সেরাটিজিট ও আমের সিল কেটেক্সের মতো গুরুত্বপূর্ণ লুক্সেমবার্গের একাধিক কোম্পানির উপস্থিতি থাকছে । যে 18 জনের প্রতিনিধি দল আসছেন, তার নেতৃত্বে তিনিই রয়েছেন ৷ প্রেগি ফ্রান্টজেন জানিয়েছেন, তিনি আশাবাদী এবারের শিল্প সম্মেলন দুই দেশের বাণিজ্যিক সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হতে চলেছে ।
রাজ্য সরকার সূত্রে খবর, একাধিক ক্ষেত্রে যৌথ বিনিয়োগ নিয়ে আলোচনা হবে লুক্সেমবার্গের সঙ্গে ৷ পরিকাঠামো ক্ষেত্র, তথ্য প্রযুক্তি, ক্ষুদ্র কুটির ও মাঝারি শিল্প, লজিস্টিক সেক্টর প্রভৃতি আলোচনায় বাড়তি গুরুত্ব পাবে ৷ পশ্চিমবঙ্গ শিল্প নিগমের এক আধিকারিকের কথায়, লুক্সেমবার্গের সঙ্গে একদিকে যেমন দুই সরকারের মধ্যে সরাসরি আলোচনা হবে ৷ পাশাপাশি একই সঙ্গে বিটু বি অর্থাৎ বিজনেস টু বিজনেস আলোচনাও হবে । রাজ্য আশাবাদী আগামিদিনে পশ্চিমবঙ্গ ও লুক্সেমবার্গ যৌথভাবে একটা গুরুত্বপূর্ণ দিশার দিকে এগোতে পারবে ।
উল্লেখ্য, মঙ্গলবার নিউটাউনের বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে শুরু হতে চলেছে 2023 সালের বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন ৷ দু’দিনের এই সম্মেলনে দেশ ও রাজ্য়ের তাবড় শিল্পপতিদের উপস্থিতির সম্ভাবনা রয়েছে ৷ 10টি ফোকাস এরিয়াকে সামনে রেখে বাংলায় বিনিয়োগের জন্য এই সম্মেলন থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আহ্বান জানাবেন বলে জানা গিয়েছে ।
আরও পড়ুন:
- মঙ্গলে শুরু বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন, বুধে লক্ষ্ণীলাভের আশায় বাংলা
- বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের প্রস্তুতি জোরকদমে, যোগ দিতে পারেন মুকেশ আম্বানিও