পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Suvendu Slams to Mamata: 'উন্মাদ, মাথার তার কাটা'; মুখ্যমন্ত্রীকে তীব্র কটাক্ষ শুভেন্দুর

পাগল, মাথার তার কাটা ৷ এই ভাষাতেই বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়কে আক্রমণ করলেন বিরোধী দলনেতা ৷ শুভেন্দু অধিকারীর দাবি, রাজ্য সরকারের আনা বিলে রাজ্যপাল সই করবেন না।

Etv Bharat
শুভেন্দু অধিকারী

By ETV Bharat Bangla Team

Published : Sep 7, 2023, 11:06 PM IST

শুভেন্দু অধিকারী

কলকাতা, 7 সেপ্টেম্বর:বিধানসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীকে বেনজির আক্রমণ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ কখনও 'পাগল', কখনও আবার 'তারকাটা' বলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়কে তীব্র কটাক্ষ করতে শোনা গেল শুভেন্দু অধিকারীকে ৷ আর যা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজাও ৷

রবীন্দ্রনাথ ঠাকুর রচিত 'বাংলার মাটি, বাংলার জল' গানটিকে রাজ্য সঙ্গীত করার জন্য বিধানসভায় বৃহস্পতিবার প্রস্তাব রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ আর তা নিয়েই তাঁকে 'উন্মাদ' বলে কটাক্ষ করেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এদিন বিধানসভায় প্রবেশ করার সময় বলেন যে, "মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উন্মাদ। উনি কখনও রাকেশ রোশনকে আবার কখনও ইন্দিরা গান্ধিকে চাঁদে পাঠিয়ে দিচ্ছেন।" তিনি আরও বলেন, "ওর 12টা বাজাবো। এপাং ওপাং ঝপাং। এটা একটা পাগল মুখ্যমন্ত্রী ৷ এর মাথার তার কাটা আছে।" এহেন তীব্র ভাষায় এদিন মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করলেন বিরোধী দলনেতা।

আরও পড়ুন: এবার কি মন্ত্রিসভার রদবদল নিয়েও অসহযোগিতা ! তিনদিন ধরে রাজভবনে পড়ে নবান্নের চিঠি

অন্যদিকে, এদিন বিধায়কদের বেতন বৃদ্ধির পাশাপাশি রাজ্যের নয়া স্লোগাল এবং 'পশ্চিমবঙ্গ দিবস' হিসাবে 1 বৈশাখকে চিহ্নিত করে বিল এনেছে রাজ্য সরকার ৷ নিয়ম অনুযায়ী বিধানসবায় পাশ হওয়া বিল যায় রাজ্যপালের অনুমতির জন্য ৷ যা নিয়েও মুখ খুলেছেন বিরোধী দলনেতা ৷ তিনি স্পষ্ট বলেন, "রাজ্যপাল এই বিলে সই করবেন না। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের স্মৃতি এবং বাংলা তৈরীর পিছনে তাঁর অবদান নষ্ট করতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর কোনও ক্ষমতা নেই এটাকে কার্যকরী করার ৷ এই প্রস্তাবের অবস্থা হবে তাঁর উপাচার্য হবার প্রয়াসের মতোই।"

অন্যদিকে, মন্ত্রিসভার রদবদল নিয়েও রাজভবন অসহযোগিতা করছেন বলেও এদিন খোদ মুখ্যমন্ত্রী জানান বিধানসভায় ৷ তিনদিন ধরে রাজভবনে নবান্নের চিঠি পড়ে রয়েছে বলেও অভিযোগ ৷ স্পেন সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায় ৷ তার আগে তিনি মন্ত্রিসভায় তিনি রদবদল করতে চান বলে খবর ৷ সেই নিয়ে চিঠি নবান্নের তরফে রাজভবনে পাঠানো হয়েছে ৷ কিন্তু তিনদিন পেরিয়ে গেলেও রাজ্যপাল সিভি আনন্দ বোসের তরফে কোনও উত্তর মেলেনি ৷

ABOUT THE AUTHOR

...view details