পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

KMC Election 2021 Result : আজ কলকাতা পৌরভোটের ফল, তার আগে ফিরে দেখা গতবারের স্কোরবোর্ড

অপেক্ষা আর মাত্র কয়েক ঘণ্টার ৷ তারপরই জানা যাবে কার দখলে যাবে কলকাতা পৌরনিগম (KMC Election 2021) ৷ তার আগে একবার দেখে নেওয়া যাক বিগত 2015-এর পৌর নির্বাচনের ফলাফল কেমন ছিল (KMC election result of 2015) ৷

KMC Election 2021
ফিরে দেখা 2015 কলকাতা পৌর নির্বাচনের ফলাফল

By

Published : Dec 20, 2021, 10:29 PM IST

Updated : Dec 21, 2021, 6:06 AM IST

কলকাতা, 21 ডিসেম্বর : আজ কলকাতা পৌর নির্বাচনের (KMC Election 2021) ফলাফল ৷ কার দখলে যাবে ছোট লালবাড়ি ? তা জানতে অপেক্ষা আর কিছু সময়ের ৷ এখন দেখে নেওয়া যাক বিগত কলকাতা কর্পোরেশন নির্বাচনে কোন রাজনৈতিক দলের হাতে কত আসন ছিল এবং কোন দল কত ভোট পেয়েছিল (KMC election result of 2015) ৷


কলকাতা পৌরনিগমের তথ্য অনুযায়ী, 2015 সালে পৌর নির্বাচনে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস 144টি আসনে প্রার্থী দিয়ে 114টিতে জয়লাভ করে । জাতীয় কংগ্রেস 144 আসনে লড়াই করে 5টি আসনে জয় পায় এবং বিজেপি 143 আসনে প্রার্থী দিয়ে মাত্র 7টি আসনে জয়লাভ করে ।

অন্যদিকে, সিপিআইএম 106 আসনে প্রতিদ্বন্দ্বিতা করে মাত্র 10টি আসনে জয়যুক্ত হয় । এর মধ্যে সিপিআই 13টি আসনে লড়াই করে 2টিতে জয় পায় । ফরওয়ার্ড ব্লক 11টির মধ্যে 1টি আসনে জয়লাভ করে ও আরএসপি 10টি আসনে লড়াই করে 2টিতে জয় পায় ৷ সে বছর নির্দল ও অন্যান্য প্রার্থী সংখ্যা ছিল 695 জন । যার মধ্যে মাত্র 3 জন জয়লাভ করেন ।

প্রাপ্ত ভোটের নিরিখে বিচার করলে শাসকদল তৃণমূল কংগ্রেস 50.66 শতাংশ ভোট পেয়ে পৌরবোর্ডের দখল নেয় । বামফ্রন্ট পায় 25.79 শতাংশ । বিজেপির ঝুলিতে আসে 15.97 শতাংশ ভোট ও জাতীয় কংগ্রেস পায় 6.59 শতাংশ ও নির্দলের প্রাপ্ত ভোট ছিল 1.79 শতাংশ ।

2015 সালের 18 এপ্রিল নির্বাচন হয় । যা কলকাতা কর্পোরেশনের "ক্যালকাটা মিউনিসিপ্যাল অ্যাক্ট 1980" অনুসারে সপ্তম কলকাতা পৌরনিগম নির্বাচন ছিল ।

আরও পড়ুন :KMC Election 2021 : অভিষেকের হুঁশিয়ারি সত্ত্বেও অশান্তি, অবাধ ভোট নিয়ে শাসক-বিরোধী তরজা চরমে

Last Updated : Dec 21, 2021, 6:06 AM IST

ABOUT THE AUTHOR

...view details