কলকাতা, 27 ডিসেম্বর: শেষ হতে চলেছে 2022 ৷ দরজায় কড়া নাড়ছে নতুন বছর ৷ ইংরাজি ক্যালেন্ডারের পাতা উলটে 2023 আর আগমন এখন সময়ের অপেক্ষা ৷ ফেলে আসা বছরে একাধিক বড় ঘটনা, দুর্ঘটনা, রাজনৈতিক বদল দেখেছে রাজ্য ৷ খুশির খবরের পাশাপাশি, বেশকিছু মন খারাপ করা ঘটনারও সাক্ষী থেকেছেন রাজ্যবাসী ৷ বছরের শেষলগ্নে সময় সারণির পাতা উলটে চোখ রাখা যাক এরকমই কিছু গুরুত্বপূর্ণ খবরে (looking back at a glance at top NEWS Events of 2022 in West Bengal)৷
1. 2022 সালে রাজ্যে সবথেকে আলোচিত বিষয়গুলির মধ্যে অন্যতম ছিল রাজ্যে শিক্ষক-সহ বিভিন্ন নিয়োগ দুর্নীতি মামলা ও এই দুর্নীতির বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের একের পর এক মন্তব্য ও নির্দেশ ৷ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের একাধিক নির্দেশের জেরে রাজ্যের নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নেমেছে সিবিআই, ইডি'র মতো কেন্দ্রীয় সংস্থাগুলি ৷ গ্রেফতার হয়েছেন এসএসসি ও প্রাথমিক শিক্ষা পর্ষদের একাধিক কর্তা-ব্যক্তিরা ৷ গ্রেফতার করা হয়েছে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কেও ৷ তাঁর নির্দেশেই একদিকে যেমন চাকরি গিয়েছে বেশকিছু অযোগ্য প্রার্থীর, তেমনই চাকরি পেয়েছেন কিছু যোগ্য প্রার্থীও ৷ এই নিয়োগ দুর্নীতির মামলাগুলি এখনও চলছে, তারই মাঝে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিভিন্ন নির্দেশ আজ তাঁকে রাজ্যবাসীর কাছে এক পরিচিত নাম করে তুলেছে ৷
2. রাজ্য রাজনীতির প্রেক্ষিতে এবছরের অন্যতম বড় ঘটনা ছিল শিক্ষক নিয়োগ দুর্নীতির ঘটনায় রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী তথা তৎকালীন তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারির ঘটনা ৷ 23 জুলাই ইডি গ্রেফতার করে তাঁকে ৷ গ্রেফতার করা হয় তাঁর ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়কেও ৷ রাজ্যে এসএসসি ও প্রাথমিক শিক্ষক নিয়োগে দুর্নীতির ঘটনায় সিবিআই ও ইডি'র মতো কেন্দ্রীয় এজেন্সিগুলির হাতে গ্রেফতার হয়েছেন এসএসসি-র প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্য, প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মনিক ভট্টাচার্য, মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের মতো ব্যক্তিরাও ৷
3. 2022 সালে রাজ্যে আরও একটি বড় খবর ছিল বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলের গ্রেফতারি ৷ গরুপাচার মামলায় গত 11 অগস্ট তাঁকে গ্রেফতার করে সিবিআই ৷ এই মামলায় এখনও জামিন পাননি তৃণমূলের এই দোর্দণ্ডপ্রতাপ নেতা ৷
4. এবছরই অনুষ্ঠিত হয় রাজ্যের 4টি পৌরনিগম ও 108টি পৌরসভার নির্বাচন ৷ শিলিগুড়ি, আসানসোল, বিধাননগর ও চন্দননগর এই চার পৌরনিগমেই জেতে তৃণমূল ৷ অন্যদিকে, 108টি পৌরসভার মধ্যে 102টিতেই জয়ী হয় শাসকদল তৃণমূল কংগ্রেস ৷ 4টি পৌরসভার ফল ত্রিশঙ্কু হয় ৷ বামেরা জেতে তাহেরপুর পৌরসভায়, দার্জিলিং পৌরসভার দখল নেয় হামরো পার্টি ৷ এই পৌরভোটের পরেই ঝালদার কংগ্রেস কাউন্সিলর তপন কান্দুর খুনের ঘটনা ঘটে ৷
5. রাজ্য-রাজ্যপাল সংঘাত এই বছর নয়া মাত্রা পায় ৷ চরম পর্যায়ে পৌঁছেছিল প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনকড়ের সঙ্গে নবান্নের বিবাদ ৷ এইরাজ্যকে 'গণতন্ত্রের গ্যাস চেন্বার' বলেও মন্তব্য করেছিলেন ধনকড় ৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও তাঁকে টুইটারে ব্লক করে দেন ৷ পরে অবশ্য দেশের উপ-রাষ্ট্রপতি পদে নির্বাচিত হয়ে বাংলা ছাড়েন জগদীপ ধনকড় ৷ তাঁর স্থলাভিষিক্ত হয়েছেন সিভি আনন্দ বোস ৷