কলকাতা, 6 জানুয়ারি: সন্দেশখালির তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে অভিযানের সময় ইডি অফিসারদের নিগ্রহ করার একদিন পরে শনিবার শাহজাহানের নামে লুকআউট নোটিশ জারি করা হয়েছে কেন্দ্রীয় সংস্থার তরফে ৷ এমনটাই জানিয়েছেন ইডি আধিকারিকরা ৷ উত্তর 24 পরগনা জেলার সন্দেশখালিতে শুক্রবারের ঘটনার পরে শাহজাহান দেশ ছেড়ে পালিয়ে যেতে পারেন বলে আশঙ্কা করছে ইডি ৷ আর সে কারণেই এই লুকআউট নোটিশ জারি করেছে ইডি ৷
রেশন দুর্নীতি কাণ্ডে শুক্রবার সন্দেশখালিতে তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি অভিয়ানে যায় ইডি আধিকারিকরা ৷ সেখানেই তিনজন ইডি অফিসার আহত হয়েছিলেন ৷ ইডির দাবি, প্রায় এক হাজার মানুষ ঘিরে ধরে ইডি আধিকারিকদের উপর হামলা চালায় ৷ বেশ কয়েকটি গাড়ি ভাঙচুরের পাশাপাশি শারীরিকভাবেও ইডি আধিকারিকদের হেনস্তা করা হয় ৷ গুরুতর আহত অবস্থায় ইডি অফিসারদের হাসপাতালে ভর্তি করা হয় ৷ আর এরপরই ইডি'র তরফে কড়া পদক্ষেপ নেওয়ার ইঙ্গিতও দেওয়া হয় সেদিনই ৷ ইডি অফিসার পিটিআইকে বলেছেন, "আমরা তৃণমূল নেতার জন্য একটি লুকআউট নোটিশ জারি করা হয়েছে ৷ দেশের বিমানবন্দর কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশাবলীও পাঠানো হয়েছে ৷"