পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ফিরে দেখা 2023: বাংলার বিচারবিভাগ ও রাজনীতিতে বছরের যে কথাগুলি বুলেটের মতো তীক্ষ্ণ

Year Ender 2023: বাংলার বিচারবিভাগ ও রাজনীতির বিভিন্ন ব্যক্তিদের 2023 সালে বলা যে কথাগুলি বুলেটের মতো তীক্ষ্ণ ছিল, যা খবরের শিরোনাম হয়েছে, সেগুলি দেখে নেব একনজরে ৷

Year Ender 2023
ফিরে দেখা 2023

By ETV Bharat Bangla Team

Published : Dec 24, 2023, 3:50 PM IST

কলকাতা, 24 ডিসেম্বর: মুখের কথা আর বন্দুকের গুলি - একবার ছুটে গেলে আর ফেরানো যায় না, যা ঘটার তাই ঘটে...৷ বাংলার এই প্রবচন যে অক্ষরে অক্ষরে সত্যি তার প্রমাণ মেলে অহরহ ৷ 2023 সালেও রাজ্যের বিচার বিভাগ ও রাজনীতির ক্ষেত্রে সামনে এসেছে এমন কিছু উক্তি, যা নিজগুণেই চলে এসেছে খবরের শিরোনামে ৷ বছরের এমনই কিছু উল্লেখযোগ্য উক্তির দিকে নজর রাখব ৷

প্রথমে বিচারবিভাগীয় ক্ষেত্রের উল্লেখযোগ্য উক্তিগুলি...

20 মার্চ - "নিয়োগ দুর্নীতিতে সোনার খনির সন্ধান পাওয়া গিয়েছে ৷" - অয়ন শীলকে গ্রেফতারের পর আদালতে জানাল ইডি ৷

21 মার্চ - "আমাদের জেলে পাঠিয়ে দিন, অন্তত উপোষ করতে হবে না ৷" - আদালতে গ্রুপ সি-র চাকরিহারাদের আর্তি ৷

8 মে - "মশী লেপে দিল তবু ঢাকিলো না ছবি, অগ্নি দিল তবু গলিল না সোনা ৷" - আলিপুর আদালতে নিজেকে নির্দোষ বোঝাতে আবেগী পার্থ চট্টোপাধ্যায়ের কণ্ঠে কবিতা ৷

15 মে - "ঠাকুর ঘরে কে আমি তো কলা খাইনি বলে আগে থেকে কেন চেঁচাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ?" হাইকোর্টে প্রশ্ন সিবিআই-ইডির ৷ কুন্তল ঘোষের চিঠি প্রসঙ্গে তাঁর নাম ওঠায় প্রকাশ্য জনসভায় অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, তাঁর বিরুদ্ধে অভিযোগ প্রমাণ করে দেখাক ৷

17 জুলাই - "দলের সুপ্রিমো কখনও এই ধরনের মন্তব্য করেননি । আমি তাঁকে চিনি ।" - অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের প্রেক্ষিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মুখে । উল্লেখ্য, অভিষেক বন্দ্যোপাধ্যায় হাইকোর্টের কোনও বিচারপতির নাম না করে কটাক্ষ করেছিলেন ৷ সেই প্রসঙ্গে বিচারপতি গঙ্গোপাধ্যায় এই মন্তব্য করেন ।

18 জুলাই - নিয়োগ দুর্নীতিতে একের পর এক মন্ত্রীর সংশোধনাগারে যাওয়া প্রসঙ্গে বিচারপতি গঙ্গোপাধ্যায় একটি গানের কলি উল্লেখ করে মন্তব্য করেছিলেন, "দিদিমণির হাজার টাকার বাগান খাইল পাঁচ সিকার ছাগলে...৷"

21 ডিসেম্বর - "রাজ্যে এ বার সিবিআই থানার প্রয়োজন আছে ৷" আলিপুরদুয়ার সমবায় সমিতির দুর্নীতি মামলার শুনানিতে বললেন বিচারপতি গঙ্গোপাধ্যায় ৷

21 ডিসেম্বর - "নতুন বছরের দিকে তাকিয়ে মান-অভিমান ভুলে চলে আসুন এজলাসে ৷" মন্তব্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের, তাঁর এজলাস বয়কটের ডাক দেওয়া বার অ্যাসোসিয়েশনের আইনজীবীদের এই বার্তা বিচারপতির ৷

এ তো গেল বিচারবিভাগ ৷ স্বল্প পরিসরে সব মন্তব্য তুলে ধরতে না পারলেও, উপরিউল্লিখিত মন্তব্যগুলি রাজ্যে বেশ শোরগোল ফেলে দিয়েছে এ বছর ৷

এ বার আসা যাক রাজনৈতিক ক্ষেত্রে ৷ 2023 সালে প্রকাশ্য সভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ ফসকে এমন কিছু কথা বলেছেন, যা নিয়ে কম কটাক্ষ করেনি বিরোধীরা ৷ এ ছাড়াও অন্যান্য কয়েকজন নেতানেত্রীর চোখা চোখা মন্তব্যও সংবাদের শিরোনামে আসে ৷

7 জানুয়ারি - "বিজ্ঞানকে বাঁচাতে মমতাকে দরকার, মমতা লাও, দেশ বাঁচাও ।" বর্ধমান বিশ্ববিদ্যালয়ের গোলাপবাগ ক্যাম্পাসের প্রেক্ষাগৃহে আঞ্চলিক বিজ্ঞান কংগ্রেসের উদ্বোধনে বললেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস ৷

8 জানুয়ারি - "রবীন্দ্রনাথ, নজরুল ইসলামেপর থেকে কম নন মমতা বন্দ্যোপাধ্যায় ৷" - স্কুলের বুক লিস্টের প্রথম পাতায় মনীষীদের বদলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ছাপিয়ে মন্তব্য নদিয়ার শিক্ষক গিরীন্দ্রনাথ দাসের ৷

31 জানুয়ারি - মালদার গাজোলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মতুয়াদের আরাধ্য 'রঘুচাঁদ, গুরুচাঁদ' বলতে গিয়ে মুখ ফসকে 'রঘুচাঁদ, গরুচাঁদ' বলে ফেলেন ৷ এই নিয়ে জলঘোলা হয়েছিল রাজ্য রাজনীতিতে ৷

6 এপ্রিল - "নতুন নতুন শব্দের সৃষ্টি করতে হবে । অনেকে বলে শুভেচ্ছা । আমি বলি, শুভনন্দন । অর্থাৎ, শুভেচ্ছা দিয়ে শুভ থাকুন । ভালো থাকুন ৷" - বাংলা ভাষায় নতুন শব্দের সংযোজন মমতা বন্দ্যোপাধ্যায়ের ৷

8 মে - "বিকৃত তথ্য সমন্বিত ছবি দ্য কেরালা স্টোরি নিয়ে সিপিএম চুপ কেন ?" নবান্ন থেকে তোপ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷

24 অগস্ট - "চাঁদের মাটিতে যখন তাঁরা পৌঁছেছিলেন, তখন ইন্দিরা গান্ধি জিজ্ঞেস করেছিলেন রাকেশ রোশনকে, আসমান সে ক্যায়সে লগ রহে হ্যায়, মহাকাশ সে...ইন্ডিয়া কো ৷" চন্দ্রযান 3-এর চাঁদের মাটি ছোঁয়া সম্পর্কে কথা প্রসঙ্গে রাকেশ শর্মার কথা বলতে হিয়ে মুখ ফসকে রাকেশ রোশন বলে ফেলেন মুখ্যমন্ত্রী ৷

28 অগস্ট -"মহাভারত লিখেছিলেন নজরুল ইসলাম...৷" - তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে মুখ ফসকে এ কথা বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷

29 অক্টোবর - "আপনি এখনও কান দিয়ে দেখেন...৷" - মুখ্যমন্ত্রীকে চিঠি লিখে বললেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী ৷

11 নভেম্বর - "নরেন্দ্র মোদির ঠেকা পড়েছে, সর্বশক্তি দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হারাতে ৷ কোথায় রবীন্দ্রনাথ ! আর কোথায় রামছাগল !" - বিতর্কিত মন্তব্য বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের ৷

17 নভেম্বর - "বড়মার দর্শনে চোর এসেছিল ৷" - নাম না করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ৷

23 নভেম্বর - "ভারত সব ম্যাচ জিতেছে ৷ শুধু যে ম্যাচে পাপিষ্ঠরা গেল, সেটাই জিততে পারল না ৷" - বিশ্বকাপ ফাইনালে ভারতের হার প্রসঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কটাক্ষ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ৷

26 নভেম্বর - "যুবরাজের তর সইছে না ৷ তাই পুরনো রাজাকে সরিয়ে নতুন রাজা হবে ৷" - মমতা ও অভিষেককে কটাক্ষ দিলীপ ঘোষের ৷

4 ডিসেম্বর -"প্রবীণদের অভিজ্ঞতা প্রতিটা দলেরই প্রয়োজন । কিন্তু একটা বয়সের পর প্রোডাক্টিভিটি কমে । তাই ক্রিকেট বা রাজনীতি, সব ক্ষেত্রেই একটা ঊর্ধ্বসীমা থাকা দরকার ৷" - বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷

আরও পড়ুন:

  1. 'শিকারপুর' থেকে 'দশম অবতার'- বছরের সেরা ওয়েব সিরিজ ও ফিল্ম একনজরে
  2. ভারতের মহাকাশ শাসনের বছর 2023, চাঁদের দক্ষিণ মেরুতে আলতো ছোঁয়ায় ইতিহাস ইসরোর
  3. বছর শেষে ফিরে দেখা 2023 সালে সুপ্রিম কোর্টের 10 গুরুত্বপূর্ণ রায়

ABOUT THE AUTHOR

...view details