কলকাতা, 24 ডিসেম্বর: মুখের কথা আর বন্দুকের গুলি - একবার ছুটে গেলে আর ফেরানো যায় না, যা ঘটার তাই ঘটে...৷ বাংলার এই প্রবচন যে অক্ষরে অক্ষরে সত্যি তার প্রমাণ মেলে অহরহ ৷ 2023 সালেও রাজ্যের বিচার বিভাগ ও রাজনীতির ক্ষেত্রে সামনে এসেছে এমন কিছু উক্তি, যা নিজগুণেই চলে এসেছে খবরের শিরোনামে ৷ বছরের এমনই কিছু উল্লেখযোগ্য উক্তির দিকে নজর রাখব ৷
প্রথমে বিচারবিভাগীয় ক্ষেত্রের উল্লেখযোগ্য উক্তিগুলি...
20 মার্চ - "নিয়োগ দুর্নীতিতে সোনার খনির সন্ধান পাওয়া গিয়েছে ৷" - অয়ন শীলকে গ্রেফতারের পর আদালতে জানাল ইডি ৷
21 মার্চ - "আমাদের জেলে পাঠিয়ে দিন, অন্তত উপোষ করতে হবে না ৷" - আদালতে গ্রুপ সি-র চাকরিহারাদের আর্তি ৷
8 মে - "মশী লেপে দিল তবু ঢাকিলো না ছবি, অগ্নি দিল তবু গলিল না সোনা ৷" - আলিপুর আদালতে নিজেকে নির্দোষ বোঝাতে আবেগী পার্থ চট্টোপাধ্যায়ের কণ্ঠে কবিতা ৷
15 মে - "ঠাকুর ঘরে কে আমি তো কলা খাইনি বলে আগে থেকে কেন চেঁচাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ?" হাইকোর্টে প্রশ্ন সিবিআই-ইডির ৷ কুন্তল ঘোষের চিঠি প্রসঙ্গে তাঁর নাম ওঠায় প্রকাশ্য জনসভায় অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, তাঁর বিরুদ্ধে অভিযোগ প্রমাণ করে দেখাক ৷
17 জুলাই - "দলের সুপ্রিমো কখনও এই ধরনের মন্তব্য করেননি । আমি তাঁকে চিনি ।" - অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের প্রেক্ষিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মুখে । উল্লেখ্য, অভিষেক বন্দ্যোপাধ্যায় হাইকোর্টের কোনও বিচারপতির নাম না করে কটাক্ষ করেছিলেন ৷ সেই প্রসঙ্গে বিচারপতি গঙ্গোপাধ্যায় এই মন্তব্য করেন ।
18 জুলাই - নিয়োগ দুর্নীতিতে একের পর এক মন্ত্রীর সংশোধনাগারে যাওয়া প্রসঙ্গে বিচারপতি গঙ্গোপাধ্যায় একটি গানের কলি উল্লেখ করে মন্তব্য করেছিলেন, "দিদিমণির হাজার টাকার বাগান খাইল পাঁচ সিকার ছাগলে...৷"
21 ডিসেম্বর - "রাজ্যে এ বার সিবিআই থানার প্রয়োজন আছে ৷" আলিপুরদুয়ার সমবায় সমিতির দুর্নীতি মামলার শুনানিতে বললেন বিচারপতি গঙ্গোপাধ্যায় ৷
21 ডিসেম্বর - "নতুন বছরের দিকে তাকিয়ে মান-অভিমান ভুলে চলে আসুন এজলাসে ৷" মন্তব্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের, তাঁর এজলাস বয়কটের ডাক দেওয়া বার অ্যাসোসিয়েশনের আইনজীবীদের এই বার্তা বিচারপতির ৷
এ তো গেল বিচারবিভাগ ৷ স্বল্প পরিসরে সব মন্তব্য তুলে ধরতে না পারলেও, উপরিউল্লিখিত মন্তব্যগুলি রাজ্যে বেশ শোরগোল ফেলে দিয়েছে এ বছর ৷
এ বার আসা যাক রাজনৈতিক ক্ষেত্রে ৷ 2023 সালে প্রকাশ্য সভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ ফসকে এমন কিছু কথা বলেছেন, যা নিয়ে কম কটাক্ষ করেনি বিরোধীরা ৷ এ ছাড়াও অন্যান্য কয়েকজন নেতানেত্রীর চোখা চোখা মন্তব্যও সংবাদের শিরোনামে আসে ৷
7 জানুয়ারি - "বিজ্ঞানকে বাঁচাতে মমতাকে দরকার, মমতা লাও, দেশ বাঁচাও ।" বর্ধমান বিশ্ববিদ্যালয়ের গোলাপবাগ ক্যাম্পাসের প্রেক্ষাগৃহে আঞ্চলিক বিজ্ঞান কংগ্রেসের উদ্বোধনে বললেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস ৷