কলকাতা, 15 মে : কে বলবে করোনার বিরুদ্ধে প্রতিনিয়ত লড়াই করছে দেশ ৷ কে বলবে হাসপাতালে এখন অক্সিজেন, ওষুধের আকাল ৷ একটা বেড পাওয়ার হাহাকার ৷ গোটা দেশ যখন করোনার দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত, তখন এ রাজ্যে মদের দোকানের বাইরে লম্বা লাইন ৷ শুক্রবার দুপুর থেকে রাজ্যের সর্বত্র ছবিটা ছিল এক ৷
সংক্রমণ রুখতে দু‘সপ্তাহের জন্য রাজ্যে কড়া বিধিনিষেধ জারি হয়েছে ৷ জরুরি পরিষেবা ছাড়া সব বন্ধ ৷ স্বাভাবিকভাবেই এর আওতায় পড়ছে মদের দোকানগুলি ৷ রাজ্য সরকারের নির্দেশ জারি হতেই মদের দোকানগুলির বাইরে দেখা গেল জনস্রোত ৷ কোথাও লাইন এসে পড়েছে রাস্তার উপর ৷ কোথাও চলছে রীতিমতো ধাক্কাধাক্কি ৷ থলে, ব্যাগপ্যাক, পেটি ভর্তি করে 14 দিনের ‘খোরাক’ নিয়ে বাড়িমুখো হয়েছেন সুরাপ্রেমীরা ৷ উত্তর থেকে দক্ষিণ, শহর থেকে মফঃস্বল, গ্রাম সব জায়গাতেই এই চিত্র ধরা পড়েছে ৷