পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কলকাতায় মদের দোকানে লম্বা লাইন, ঠেলাঠেলি ; লাঠিচার্জ পুলিশের - lockdown violation

কলকাতার নিউমার্কেট থানা এলাকার মতিলাল শীল স্ট্রিট, SN ব্যানার্জি রোড, মির্জা গালিব স্ট্রিট সহ একাধিক জায়গায় মদের দোকানগুলিতে লম্বা লাইন পড়েছে । ভবানীপুরের যদুবাবুর বাজারের কাছে মহিম হালদার স্ট্রিটের একটি মদের দোকানের সামনে পরিস্থিতির সামাল দিতে লাঠিচার্জও করে পুলিশ।

ছবি
ছবি

By

Published : May 4, 2020, 5:09 PM IST

কলকাতা, 4 মে : সকাল থেকেই কলকাতার নানা এলাকায় মদের দোকানের সামনে লম্বা লাইন। উধাও সামাজিক দূরত্ব । লকডাউন অমান্য করা হচ্ছে দেখেই হস্তক্ষেপ করছে পুলিশ। কোথাও কোথাও লাঠিচার্জও করা হয়েছে । সূত্রে খবর, ইতিমধ্যেই লালবাজারের তরফে সরাসরি মদের দোকান না খোলার পরামর্শ দেওয়া হয়েছে । যদিও সেই পরামর্শ কতটা রক্ষিত হবে, তা এখনই বলা যাচ্ছে না। কারণ এখনও পর্যন্ত আবগারি দপ্তরের তরফে নির্দেশিকা প্রত্যাহারের কোনও খবর নেই।

আবগারি দপ্তর সূত্রে খবর, কলকাতায় আজ দুপুর 12 টা থেকে সন্ধ্যা 6 টা পর্যন্ত মদের দোকান খোলা থাকার কথা বলা হয়েছিল। পরে মৌখিকভাবে খুচরো বিক্রেতাদের জানিয়ে দেওয়া হয় 12 টা নয়, দোকান খোলা হবে তিনটে থেকে। এদিকে কলকাতায় নাকি 22টি মদের দোকান খোলা থাকবে। এমনই এক তালিকা ইতিমধ্যে সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে । মদের দোকান খোলার খবর পেয়ে সকাল থেকেই কলকাতার নানা এলাকায় দোকানগুলির সামনে লম্বা লাইন পড়েছে। শুরু হয়ে যায় ঠেলাঠেলি। ভবানীপুরের যদুবাবুর বাজারের কাছে মহিম হালদার স্ট্রিটের একটি মদের দোকানের সামনে পরিস্থিতির সামাল দিতে লাঠিচার্জও করে পুলিশ। নিউমার্কেট থানা এলাকার মতিলাল শীল স্ট্রিট, SN ব্যানার্জি রোড, মির্জা গালিব স্ট্রিট, গড়িয়াহাট থানা এলাকার হেমন্ত মুখোপাধ্য়ায় সরণি, রাসবিহারী অ্যাভিনিউ, রবীন্দ্র সরোবর থানা এলাকার শরৎ বোস রোড, চারু মার্কেট থানা এলাকার টালিগঞ্জ সার্কুলার রোড, তালতলা থানা এলাকার রফি আহমেদ কিদওয়াই রোড, লেনিন সরণি সহ একাধিক জায়গায় একই চিত্র।

সূত্রে খবর, এই পরিস্থিতি দেখে ইতিমধ্যেই লালবাজারের বেশ কয়েকটি পরামর্শ দেওয়া হয়েছে। বলা হয়েছে, আপাতত সরাসরি দোকান না খুলে অন্য পন্থা নেওয়া হোক। প্রয়োজনে বাবস্থা হোক হোম ডেলিভারির। তাতে কিছুদিনের মধ্যে চাহিদা অনেকটাই কমে যাবে। তারপর দোকান খোলার সিদ্ধান্ত নেওয়া হোক। নাহলে অশান্তি আরও বাড়বে।

ABOUT THE AUTHOR

...view details