পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Locket Chatterjee On Bengal Civic Poll Results: হার মাথা পেতে নেওয়া উচিত, বিজেপির সমস্ত কর্মী ও নেতাদের আত্মবিশ্লেষণের ডাক লকেটের

"যে হার এসেছে সেটা মাথা পেতে নিওয়া উচিত । বিজেপির সমস্ত কর্মী ও আমাদের আত্মবিশ্লেষণ করতে হবে।" পৌরসভায় বিজেপির ভরাডুবি নিয়ে মুখ খুলে একথা বললেন বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায় (Locket Chatterjee On Bengal Civic Poll Results)।

BJP leader Locket Chatterjee
"যে হার এসেছে সেটা মাথা পেতে নিওয়া উচিত "

By

Published : Mar 4, 2022, 6:52 PM IST

কলকাতা,4 মার্চ: ১০৮টি পৌরসভার বিজেপির বিপর্যয় নিয়ে এবার মুখ খুললেন সাংসদ লকেট চট্টোপাধ্যায় । যে হার এসেছে সেটা মাথা পেতে নেওয়া উচিত । বিজেপির সমস্ত কর্মী ও আমাদের আত্মবিশ্লেষণ করতে হবে । শুক্রবার রাজ্য দফতরে এই মন্তব্য করলেন বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় (Locket Chatterjee On Bengal Civic Poll Results)।

এদিন তিনি আরও বলেন, ‘‘বিধানসভাতে আমাদের ভোট ৩৮ শতাংশ ছিল । সেখান থেকে আমাদের ভোট ১৬ শতাংশে নেমে এসেছে । যে হার এসেছে সেটা মাথা পেতে নিওয়া উচিত । বিজেপির সমস্ত কর্মী ও আমাদের আত্মবিশ্লেষণ করতে হবে । এই আত্মবিশ্লেষণের মাধ্যমে শূন্যস্থানগুলি পূরণ করার চেষ্টা করছি । আমরা আবার ঘুরে দাড়াব । আর লোকসভা নির্বাচনে আমরা ভাল ফল করব (Collapse Of The BJP In The Civic Polls Election) ।’’

আরও পড়ুন:Bengal Civic Polls 2022 : জমা পড়ল হাজারেরও বেশি অভিযোগ, কমিশন বলল 'বিক্ষিপ্ত অশান্তি'

তৃণমূলের অন্তর্কলহ নিয়েই তিনি বলেন, ‘‘তৃণমূল কংগ্রেসের অন্তর্কলহের জেরে অনেকে বিক্ষুব্ধ হয়ে নির্দল হয়ে দাঁড়িয়ে ছিলেন । বেশ কেয়কটি জায়গায় তাঁরা জিতেছেন । তৃণমূল কংগ্রেসের অন্তর্কলহ বেড়ে গিয়েছে ৷ বিজেপিতে এমনটা হয়নি, আর হবে না । বিজেপি একটি বড় পরিবার ।’’ সদস্যদের মধ্যে যদি কোনও সমস্যা থেকে থাকে তা আলোচনা করেই মেটানো হবে বলে জানালেন তিনি ।

আরও পড়ুন:Repoll Order from Bengal EC : শুধুমাত্র দু’টি বুথেই ফের ভোট, জানিয়ে দিল নির্বাচন কমিশন

ইউক্রেন ইসুতে তিনি বলেন, ‘‘ইউক্রেন থেকে নিরাপদেই ছাত্র-ছাত্রীদের ফেরাচ্ছে ভারত সরকার । যুদ্ধের বেশ কিছুদিন আগে থেকেই ছাত্র-ছাত্রীদের সতর্ক করেছিল ভারতীয় দূতাবাস । তাঁদের ভারতে ফেরার আবেদন জানানো হয়েছিল ৷ কিন্তু সেখানকার বিশ্ববিদ্যালয় ছাত্র ছাত্রীদের ভুল দিশা দেখিয়েছে । বিশ্ববিদ্যালয় ছাত্র-ছাত্রীদের আশ্বস্ত করেছিল সমস্যা হবে না । তাই তাঁরা ফেরত আসেননি ।’’ তবে ধাপে ধাপে ছাত্র-ছাত্রীদের নিরাপদে ফিরিয়ে আনছে ভারত সরকার । এই নিয়ে সমালোচনা করা উচিত নয় বলে মন্তব্য করেন তিনি ।

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details