কলকাতা, 5 মার্চ : শনিবার, কলকাতার জাতীয় গ্রন্থাগারে দলের বিশেষ বৈঠকের (Bengal BJP Organizational Meeting) আয়োজন করা হয় বিজেপির তরফে। সেখানে উপস্থিত ছিলেন সাংসদ লকেট চট্টোপাধ্যায়ও ৷ 108টি পৌরসভার বিজেপির যে বিপর্যয় (BJPs poor Performance in Bengal Civic Polls 2022) তা নিয়ে ফের একবার মুখ খুললেন তিনি ৷ এদিন মঞ্চে লকেট চট্টোপাধ্যায় বলেন, "যোগত্যা নয়, কোটা দেখে বিজেপির জেলা সভাপতি করা হচ্ছে । যিনি কাজ করেন অর্থাৎ কাজের লোককে দায়িত্ব দিতে হবে। নিজেরাই একথা বলবেন, 'কিন্ত কাজের লোককে বাদ দিয়ে কাছের লোককে খুঁজবেন ।"
তিনি আরও বলেন, "পুরানো লোকদের বাদ দিয়ে দেওয়া ঠিক হয়নি। আর তার বদলে উচিত সাংসদ ও বিধায়কদের সংগঠন থেকে বাদ দিয়ে দেওয়া। আমরা নিজেরা সন্ত্রাস সন্ত্রাস করছি । কিন্ত আমি জানি অনেক পৌরসভায় সন্ত্রাস হয়নি । ছাপ্পাও হয়নি । সেখানে কেন আমরা তৃতীয় পজিসনে ? এর কারণ খুঁজে বের করুন । এর কারণ একটাই, পুরানো লোকদের বাদ দিয়ে দেওয়া ।"