কলকাতা, 8 জুলাই : কলকাতার কোথায় কোথায় কনটেনমেন্ট জ়োন করা হল ? আজ সেই তালিকা প্রকাশ করা হল রাজ্য সরকারের তরফে ৷ কলকাতা সহ পার্শ্ববর্তী হাওড়া ও উত্তর 24 পরগনার তালিকাও প্রকাশ করা হয় ৷ আগামীকাল বিকেল পাঁচটা থেকেই এই জায়গাগুলিতে কড়া লকডাউন কার্যকর করা হবে ৷ তবে মুখ্যমন্ত্রীর পছন্দ না হওয়ায় বাতিল করা হয়েছে দক্ষিণ 24 পরগনার কনটেনমেন্ট জ়োনের তালিকা ৷ এই জেলার তালিকা আগামীকাল বা পরশু প্রকাশ করার জন্য মুখ্যসচিব রাজীব সিনহাকে নির্দেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ মালদা ও শিলিগুড়িতেও আক্রান্তের সংখ্যা বাড়ছে ৷ তাই এই দুই জেলার উপর বিশেষভাবে নজর দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে রাজীব সিনহাকে ৷
রাজ্যের কনটেনমেন্ট জ়োনগুলিতে ফের যে কড়া লকডাউন শুরু হতে চলেছে তার ঘোষণা গতকালই করা হয়েছিল । প্রতিটি জেলার জেলাশাসকের কাছে এই বিষয়ে নির্দেশিকাও পাঠিয়েছিলেন স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় ৷ আজ রাজ্যের তিন জেলার কনটেনমেন্ট জ়োনগুলির তালিকা প্রকাশ করা হয় ৷
কলকাতায় 25টি কনটেনমেন্ট জ়োনের ঘোষণা করা হয়েছে ৷ এগুলির মধ্যে রয়েছে- কাঁকুড়গাছি, আলিপুর, ভবানীপুর, খোট্টা বাগান, উলটোডাঙা, মুকুন্দপুর, বটতলা, দত্তবাগান, বিজয়গড়, কসবা, আমহার্স্ট স্ট্রিট, অজয়নগর, কর বাগান, ফুলবাগান, জোড়া মন্দির বাজ়ার, শখের বাজার, প্রগতি পল্লি, গিরিশ পার্ক ও বেনিয়াপুকুর ৷ এছাড়া উত্তর 24 পরগনার দমদম, বরানগর, বেলঘরিয়া সহ মোট 94টি কনটেনমেন্ট জ়োনের ঘোষণা করা হয়েছে ৷ হাওড়ায় ডোমজুড়, উলুবেড়িয়া সহ মোট 56টি কনটেনমেন্ট জ়োনের তালিকা প্রকাশ করা হয়েছে ৷