- লকডাউনের একইরকম ছবি দক্ষিণ কলকাতার বিভিন্ন এলাকায় ।
- বাঁশদ্রোণী, টালিগঞ্জ, রানিকুঠি এলাকায় রাস্তা প্রায় সুনসান ।
লাইভ : সুনসান রাস্তাঘাট, কড়া নজরদারি পুলিশের - কলকাতা পৌরনিগমের অধীন কনটেনমেন্ট জ়োনের সংখ্যা
14:12 August 27
কোরোনা সংক্রমণে রাশ টানতে কয়েকটি নির্দিষ্ট দিনে লকডাউনের ঘোষণা করেছে রাজ্য সরকার । ইতিমধ্যেই সেপ্টেম্বরেও লকডাউনের দিন ঘোষণা হয়েছে । সরকারের নির্দেশানুসারে আজও লকডাউনে বাংলা । দোকানপাট বন্ধ রয়েছে । বন্ধ গণপরিবহন । তবে জরুরি পরিষেবায় নিষেধাজ্ঞা নেই রাজ্যের । আজ রাজ্যের বিভিন্ন অংশে লকডাউনের ছবি কেমন?
12:29 August 27
- কলকাতার গোলপার্ক মোড়ে পুলিশের টহলদারি চলছে ।
- প্রায় ফাঁকা গোলপার্ক মোড় ।
- দোকানগুলি বন্ধ রয়েছে ।
- রাস্তায় অনেক কম যান চলাচল ।
12:27 August 27
- লকডাউনে জলপাইগুড়িতে বন্ধ দোকানপাট । মোতায়েন হয়েছে পুলিশ ।
- যে সব ব্যক্তি রাস্তায় বের হচ্ছেন, তাঁদের বৈধ কারণ দেখাতে হচ্ছে ।
12:25 August 27
- কোচবিহারেও কড়া পুলিশ । লকডাউন অমান্য করায় কোথাও অটো থেকে যাত্রীদের নামিয়ে দেওয়া হল । কোথাও আবার কান ধরে ওঠবোস করানো হল । এই ছবিই কোচবিহার শহরের বিভিন্ন এলাকায় ।
- শহরের মড়াপোড়া চৌপথি, সুনীতি রোড, কেশব রোড সহ বিভিন্ন এলাকায় লকডাউন অমান্য করে বেপরোয়া বাইক চালকদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করে পুলিশ ।
- কোচবিহার শহরের পাশাপাশি দিনহাটা, তুফানগঞ্জ, মাথাভাঙা, মেখলিগঞ্জেও পুলিশের কড়া নজরদারি ।
12:22 August 27
- হুগলির চুঁচুড়া, বৈদ্যবাটি সহ একাধিক এলাকায় চলছে পুলিশের কড়া নজরদারি ।
- প্রতিটি গাড়িকে চেক করা হচ্ছে ।
11:56 August 27
- বীরভূমের বোলপুর, সিউড়ি, রামপুরহাট এলাকা কার্যত জনশূন্য ।
- লকডাউন আর বৃষ্টিতে রাস্তাঘাট সুনসান । বন্ধ দোকানপাট ।
- পুলিশের কড়া নজরদারি চলছে ।
10:02 August 27
- হাওড়া ব্রিজে যানবাহন প্রায় চলছে না বললেই চলে ।
- তাও যে গাড়িগুলি যাতায়াত করছে, প্রত্যেকটি গাড়ি চেক করছে পুলিশ । বৈধ কারণ না দেখাতে পারলে গাড়িগুলিকে আটকানো হচ্ছে ।
- রেল পরিষেবা বন্ধ থাকায় ফাঁকা হাওড়া স্টেশন চত্বরও ।
- জরুরি প্রয়োজন ছাড়া রাস্তায় বের হচ্ছেন না মানুষ ।
10:00 August 27
- মালদায় সুনসান রাস্তাঘাট । টহলদারিতে পুলিশ ।
- বন্ধ দোকানপাট । প্রায় ফাঁকা মালদা শহরের অন্যতম ব্যস্ত রাস্তাঘাট ।
09:59 August 27
- আসানসোলের হটন রোড মোড়, সিটি বাসস্ট্যান্ড, বাজার এলাকা প্রায় ফাঁকা ।
- চলছে কড়া পুলিশি নজরদারি । অন্যান্যদিনের মতো রাস্তায় বের হচ্ছেন না লোকজন ।
09:58 August 27
- লকডাউনের ছবি একইরকম শিলিগুড়িতে ।
- ফাঁকা রাস্তাঘাট । বন্ধ দোকানপাট ।
08:04 August 27
- সকাল থেকেই শুরু বৃষ্টি । সুনসান শিয়ালদা চত্বর ।
08:02 August 27
08:02 August 27
- মধ্য কলকাতার ছবি একইরকম ।
- শহরের অন্যতম ব্যস্ত রাস্তা APC রোডে সকাল থেকে কোনও যানবাহন চলছে না ।
- রাস্তায় লোকজন নেই । প্রায় সুনসান এই এলাকা ।
06:57 August 27
- কলকাতায় পুলিশ মোতায়েন হয়েছে । চলছে কড়া নজরদারি ।
06:55 August 27
- বন্ধ দোকানপাট । সুনসান রাস্তাঘাট ।
06:54 August 27
- ফাঁকা বিমানবন্দর ও হাওড়া স্টেশন চত্বর ।
06:53 August 27
- কলকাতার বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় চলছে নাকা চেকিং ।
06:53 August 27
- আজ বন্ধ রেল ও বিমান পরিষেবা ।
- বাতিল করা হয়েছে একাধিক উড়ান ।
06:53 August 27
- তবে সুস্থতার হারও কম নয় বাংলায় ।
- এখনও পর্যন্ত সুস্থ হয়েছেন 1 লাখ 17 হাজার 857 জন ।
- 24 ঘণ্টায় সুস্থ হয়েছেন 3 হাজার 314 ।
06:51 August 27
- কোরোনায় আক্রান্ত হয়ে রাজ্যে মৃত্যু হয়েছে 2 হাজার 964 জনের ।
- 24 ঘণ্টায় মৃত্যু 2 হাজার 964 ।
06:49 August 27
- রাজ্যে মোট আক্রান্ত 1 লাখ 47 হাজার 775 ।
- 24 ঘণ্টায় আক্রান্ত 2 হাজার 974 ।
06:48 August 27
- ট্রেন পরিষেবা স্বাভাবিকভাবে চালু হলে শুধুমাত্র যাঁদের কাছে বৈধ টিকিট থাকবে তাঁদের প্ল্যাটফর্ম চত্বরে প্রবেশ করতে দেওয়া হবে ।
- সাংবাদিকদের সঙ্গে একটি ওয়েবিনারে একথা জানান শিয়ালদার ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার (DRM) শীলেন্দ্র প্রতাপ সিং ।
06:48 August 27
- 500 হাউজ় স্টাফ নিয়োগ করবে রাজ্য সরকার ।
06:47 August 27
- COVID-19'এ আক্রান্ত রোগীদের চিকিৎসার ক্ষেত্রে রাজ্যজুড়ে এবার প্লাজ়মা থেরাপির ব্যবস্থা করছে স্বাস্থ্যদপ্তর ।
- 20টি প্লাজ়মা ব্যাঙ্ক চালুর কথা জানিয়েছে স্বাস্থ্য দপ্তর ।
06:47 August 27
- কমল কলকাতা পৌরনিগমের অধীন কনটেনমেন্ট জ়োনের সংখ্যা ।
- বর্তমানে কলকাতার কনটেনমেন্ট জ়োনের সংখ্যা 17 থেকে কমে 11 হয়েছেে ।
06:09 August 27
- লোকাল ট্রেন ও মেট্রো নিয়ম মেনে চললে সম্মতি আছে রাজ্যের । জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।