কলকাতা, 2 মে : লকডাউনের জেরে বন্ধ গণপরিবহন। বন্ধ ট্রেন পরিষেবাও। খুব দরকার ছাড়া বাড়ি থেকে বেরচ্ছেন না কেউ। ইতিমধ্যেই 17 মে পর্যন্ত বাড়ানো হয়েছে লকডাউনের সময়সীমা । গৃহবন্দী অবস্থায় মানুষজনের বিনোদনে এবার অনলাইন কুইজ়ের আয়োজন করা হল দক্ষিণ পূর্ব রেলওয়ের তরফে ।
বই পড়া, সিনেমা দেখা, ইন্টারনেটে সময় কাটানোর পাশাপাশি এবার মগজাস্ত্র ব্যবহার করে এই কুইজ় প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন সবাই। প্রতিযোগিতায় অংশগ্রহণের ক্ষেত্রে বয়সের কোনও সীমা নেই। যে কেউ ফেসবুকে সাউথ ইস্টার্ন রেলওয়ে(south eastern railway)-এর পেজ়ে গিয়ে প্রশ্নের উত্তর দিতে পারবেন। প্রতিদিন বেলা 12 টার সময় একটি করে প্রশ্ন এই পেজে পোস্ট করা হবে। প্রশ্নটির উত্তর দেওয়ার সময় সীমা থাকছে পরের দিন বেলা 12 টা পর্যন্ত। গত বুধবার থেকে শুরু হয়েছে এই কুইজ় প্রতিযোগিতা। চলবে লকডাউন শেষ হওয়া পর্যন্ত।