কলকাতা, 21 এপ্রিল : লকডাউন অমান্যকারীদের চিহ্নিত করতে আগেই শুরু হয়েছিল ড্রোনের নজরদারি । কিন্তু তাতেও পুরোটা নজরে আনা সম্ভব হচ্ছিল না । অথচ কোরোনা সংক্রমণ ঠেকাতে কলকাতায় একশো শতাংশ লকডাউন জরুরি বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা । লকডাউন সফল করতে তাই এবার অতিরিক্ত "তৃতীয় চোখের" আশ্রয় নিল কলকাতা পুলিশ । বিভিন্ন অলি-গলিতে লাগানো হল CCTV ক্যামেরা । এতে অনেকটাই সাফল্য আসবে বলে মনে করছে লালবাজার ।
ড্রোনের পর এবার অতিরিক্ত CCTV, নজরদারি বাড়াল কলকাতা পুলিশ - Kolkata police's surveillance
লকডাউন অমান্যকারীদের ঠেকাতে ড্রোনের পাশাপাশি CCTV-তে নজরদারির সিদ্ধান্ত নিল কলকাতা পুলিশ । কলকাতার অলিগলিতে লাগানো হচ্ছে ক্য়ামেরাগুলি । যা নিয়ন্ত্রিত হবে কলকাতা পুলিশের কন্ট্রোল-রুম থেকে ।
লকডাউনের নির্দেশিকা অমান্য করে রাস্তায় বের হচ্ছেন এমন মানুষের সংখ্যা কলকাতায় কম নয় । কলকাতা পুলিশ চেষ্টা করলেও অলিগলিতে ভিড় জমছে । সব গলিতে পুলিশ মোতায়েনও সম্ভব নয় । এই পরিস্থিতিতে ড্রোনের মাধ্যমে নজরদারি চালানোর সিদ্ধান্ত নেয় তারা । কিন্তু তাতেও সম্পূর্ণভাবে নজরদারি চালানো সম্ভব হয়নি । তাই CCTV ব্যবহারের সিদ্ধান্ত নেয় লালবাজার ।
এমনিতে বড় রাস্তায় ও কলকাতার সিগন্যালগুলিতে রয়েছে CCTV ক্যামেরা । কোথাও আবার উচ্চক্ষমতাসম্পন্ন । ট্র্যাফিক সচল রাখা ও ট্র্যাফিক আইন মেনে চলার জন্যই কাজে লাগত এই ক্যামেরাগুলি । লকডাউনে নাকা চেকিংয়ের কারণে বড় রাস্তাগুলিতে আপাতত শৃঙ্খলা এসেছে বলে দাবি পুলিশের । কিন্তু অলিগলিতে এখনও এদিক সেদিক বেরিয়ে পড়ছেন অনেকে । সেটা আটকানোই এখন চ্যালেঞ্জ কলকাতা পুলিশের কাছে । সাধারণভাবে রাস্তায় লাগানো CCTV ক্যামেরাগুলির দেখভাল হয় কন্ট্রোলরুম থেকে । সেখানে ধরা পড়ে শহরের বিভিন্ন এলাকার চিত্র । সেটার উপর ভিত্তি করেই কলকাতা পুলিশ সিদ্ধান্ত নেয় কলকাতার অলিগলিতে CCTV ক্যামেরা লাগানোর । যাতে সহজেই বোঝা যাবে কোথায় লকডাউন মানা হচ্ছে না । CCTV ক্যামেরায় ছবি উঠলে চিহ্নিত করা যাবে লকডাউন অমান্যকারীদেরও । আর প্রয়োজনে কন্ট্রোল-রুমের ফোন পেলে সংশ্লিষ্ট এলাকায় পৌঁছে যাবে RFS ভ্যান ।
লালবাজার সূত্রের খবর, ইতিমধ্যেই মধ্য কলকাতার বেশ কিছু এলাকায় লাগানো হয়ে গেছে CCTV ক্যামেরা । চলছে লাগাতার নজরদারি । কলকাতার অন্যান্য এলাকায়ও ক্যামেরা লাগানোর কাজ চলছে দ্রুত গতিতে ।